জিও 199 পোস্টপেইড, এয়ারটেল 399, ভোডাফোন 399, আইডিয়া 389 প্লানস গুলোর তুলনা

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 14 মে 2018 16:06 IST
হাইলাইট
  • জিওর 199 টাকার প্লান আপনাকে 25GB ডাটা প্রদান করে
  • জিও তে ডাটা রোলওভার এর কোনো বিকল্প নেই
  • গ্রাহকদের সুবিধার জন্য, আমরা পোস্টপেইড প্লানের তুলনা করছি

এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার পোস্টপেইড প্লান এর তুলনায় জিও বেশি  ডাটা প্রদান করে।

গত কাল জিও 199 টাকার পোস্টপেইড প্লান লঞ্চ করা হয় যেটা স্পষ্টভাবে কম খরচে পোস্টপেইড প্লান সন্ধান করা গ্রাহকদের কে লক্ষ্য করে তৈরী করা হয়েছে। এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার পোস্টপেইড প্লান এর তুলনায় জিও বেশি  ডাটা প্রদান করে। তবে জিওর এই পোস্টপেইড প্লান কি সত্যিই ভাল, না এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলার কিছু ক্ষেত্রে বেশি ভাল? এই চারটি কোম্পানির গ্রাহকদের সুবিধার জন্য, আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্লানের তুলনা করছি।

জিও পোস্টপেইড 199 টাকার প্লান 
জিওর 199 টাকার প্লান আপনাকে 25GB ডাটা একটি বিলিং সাইকেলের জন্য প্রদান করার পাশাপাশি দিচ্ছে ফ্রি লোকাল, STD'র সাথে ন্যাশনাল রোমিং কল। ISD কলিং আগের থেকে অ্যাক্টিভেটেড থাকে এবং সেটার জন্য আলাদা করে আপনাকে কিছু জমা করতে হবে না। ইন্টারন্যাশনাল রোমিং পাওয়ার জন্য গ্রাহকদের কিছু খরচ করার দরকার নেই এবং সহজ ভাবে ওয়ান-টাচ এক্টিভেশন করতে পারে। এই পোস্টপেইড প্লানে কিন্তু ডাটা রোলওভার এর কোনো বিকল্প নেই। অন্য জিওর প্লানের মত জিও মিউজিক, জিও টিভি, জিও মুভিস ইত্যাদি বিনামূল্যে পাবেন।

এয়ারটেল পোস্টপেইড প্লান
সবচেয়ে কম খরচের এয়ারটেল পোস্টপেইড প্লানের দাম রয়েছে 399 টাকা যেটা 20 GB হাই-স্পিড ডাটা প্রদান করে। লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং ফ্রি থাকার সাথে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১০০টি ফ্রি টেক্সট মেসেজ এবং এয়ারটেল টিভি, Wynk মিউজিক এপ্সের আনন্দ. ইন্টারন্যাশনাল কলের জন্য গ্রাহকদের আলাদা করে ISD কলিং এর সুবিধা এক্টিভেট করাতে হবে। এয়ারটেল ডাটা রোলওভারের সুবিধা প্রদান করে যেখানে অব্যবহৃত ডাটা 200 GB পর্যন্ত পরবর্তী বিলিং সাইকেলে যোগ করা হয়।

ভোডাফোন পোস্টপেইড 399 টাকার প্লান
ভোডাফোনের কাছেও আছে 399 টাকার পোস্টপেইড প্লান যেটা 20 GB ডাটা, ফ্রি লোকাল এবং এসটিডি কলের সাথে ফ্রি ন্যাশনাল রোমিং প্রদান করে। কিন্তু এই প্লানে কোনো ফ্রি টেক্সট মেসেজের সুবিধা দেওয়া হবে না। 200 GB পর্যন্ত ডাটা রোল ওভার এর সুবিধা গ্রাহকরা নিশ্চয় পাবে এবং ভোডাফোন প্লে এপ বিনা খরচে উপভোগ করতে পারবে।

আইডিয়া পোস্টপেইড প্লান 389 টাকা
আইডিয়া পোস্টপেইড প্লেন আছে 20 GB ডাটা, প্রিতদিন 100 টি ফ্রি টেক্সট ম্যাসেজ, ফ্রি লোকাল, STD কল এবং ফ্রি রোমিং. এই প্লানের সাথে আইডিয়া ডিজিটাল স্যুট ব্যবহার করতে পারবেন যার মধ্যে আছে গেমিং, মিউজিক, মুভি স্ট্রিমিং। ডাটা রোলওভার এর সুবিধা দেওয়া আছে কিন্তু 200 GB পর্যন্ত ডাটা পাওয়া যাবে। এছাড়াও 12 মাসের জন্য আইডিয়া মুভিস, মিউসিক এবং গেমস বিনামূল্য উপভোগ করতে পারবেন।




 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Reliance Jio, Airtel, Vodafone
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  2. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  3. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  4. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  5. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  7. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  8. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  9. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  10. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.