গত কাল জিও 199 টাকার পোস্টপেইড প্লান লঞ্চ করা হয় যেটা স্পষ্টভাবে কম খরচে পোস্টপেইড প্লান সন্ধান করা গ্রাহকদের কে লক্ষ্য করে তৈরী করা হয়েছে। এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার পোস্টপেইড প্লান এর তুলনায় জিও বেশি ডাটা প্রদান করে। তবে জিওর এই পোস্টপেইড প্লান কি সত্যিই ভাল, না এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলার কিছু ক্ষেত্রে বেশি ভাল? এই চারটি কোম্পানির গ্রাহকদের সুবিধার জন্য, আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্লানের তুলনা করছি।
জিও পোস্টপেইড 199 টাকার প্লান
জিওর 199 টাকার প্লান আপনাকে 25GB ডাটা একটি বিলিং সাইকেলের জন্য প্রদান করার পাশাপাশি দিচ্ছে ফ্রি লোকাল, STD'র সাথে ন্যাশনাল রোমিং কল। ISD কলিং আগের থেকে অ্যাক্টিভেটেড থাকে এবং সেটার জন্য আলাদা করে আপনাকে কিছু জমা করতে হবে না। ইন্টারন্যাশনাল রোমিং পাওয়ার জন্য গ্রাহকদের কিছু খরচ করার দরকার নেই এবং সহজ ভাবে ওয়ান-টাচ এক্টিভেশন করতে পারে। এই পোস্টপেইড প্লানে কিন্তু ডাটা রোলওভার এর কোনো বিকল্প নেই। অন্য জিওর প্লানের মত জিও মিউজিক, জিও টিভি, জিও মুভিস ইত্যাদি বিনামূল্যে পাবেন।
এয়ারটেল পোস্টপেইড প্লান
সবচেয়ে কম খরচের এয়ারটেল পোস্টপেইড প্লানের দাম রয়েছে 399 টাকা যেটা 20 GB হাই-স্পিড ডাটা প্রদান করে। লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং ফ্রি থাকার সাথে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১০০টি ফ্রি টেক্সট মেসেজ এবং এয়ারটেল টিভি, Wynk মিউজিক এপ্সের আনন্দ. ইন্টারন্যাশনাল কলের জন্য গ্রাহকদের আলাদা করে ISD কলিং এর সুবিধা এক্টিভেট করাতে হবে। এয়ারটেল ডাটা রোলওভারের সুবিধা প্রদান করে যেখানে অব্যবহৃত ডাটা 200 GB পর্যন্ত পরবর্তী বিলিং সাইকেলে যোগ করা হয়।
ভোডাফোন পোস্টপেইড 399 টাকার প্লান
ভোডাফোনের কাছেও আছে 399 টাকার পোস্টপেইড প্লান যেটা 20 GB ডাটা, ফ্রি লোকাল এবং এসটিডি কলের সাথে ফ্রি ন্যাশনাল রোমিং প্রদান করে। কিন্তু এই প্লানে কোনো ফ্রি টেক্সট মেসেজের সুবিধা দেওয়া হবে না। 200 GB পর্যন্ত ডাটা রোল ওভার এর সুবিধা গ্রাহকরা নিশ্চয় পাবে এবং ভোডাফোন প্লে এপ বিনা খরচে উপভোগ করতে পারবে।
আইডিয়া পোস্টপেইড প্লান 389 টাকা
আইডিয়া পোস্টপেইড প্লেন আছে 20 GB ডাটা, প্রিতদিন 100 টি ফ্রি টেক্সট ম্যাসেজ, ফ্রি লোকাল, STD কল এবং ফ্রি রোমিং. এই প্লানের সাথে আইডিয়া ডিজিটাল স্যুট ব্যবহার করতে পারবেন যার মধ্যে আছে গেমিং, মিউজিক, মুভি স্ট্রিমিং। ডাটা রোলওভার এর সুবিধা দেওয়া আছে কিন্তু 200 GB পর্যন্ত ডাটা পাওয়া যাবে। এছাড়াও 12 মাসের জন্য আইডিয়া মুভিস, মিউসিক এবং গেমস বিনামূল্য উপভোগ করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন