369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত

Jio-এর 369 টাকার প্রিপেইড প্ল্যানে 84 দিন সার্ভিস ভ্যালিডিটি আছে।

369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত

Photo Credit: Unsplash/Swello

Reliance Jio's Rs 369 plan comes with 84 days of validity

হাইলাইট
  • 369 টাকার Jio রিচার্জ প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি আছে
  • এই প্রিপেইড প্ল্যানে মোট 42 জিবি ডেটা ব্যবহার করা যাবে
  • প্ল্যানে JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে
বিজ্ঞাপন

বেশি দিন ভ্যালিডিটি অফার করে এমন কম টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে এই রিপোর্ট আপনার জন্যই। আজ পাঠকদের জন্য একটি অজানা প্যাকের সন্ধান দেবো যা 369 টাকায় 84 দিন মেয়াদের সুবিধা প্রদান করে। বর্তমানে Jio এই প্ল্যান অফার করছে। এতে যেমন আনলিমিটেড কল করার বেনিফিট আছে, তেমনই 12 সপ্তাহ ধরে মোট 42 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এটি স্কুল-কলেজের পড়ুয়া, প্রবীণ নাগরিক, ডেলিভারি বয়, বা শ্রমিকদের মতো পেশায় থাকা মানুষজনের জন্য উপযুক্ত, যাদের আয় সীমিত। চলুন 369 টাকার Jio প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio কোম্পানির 369 টাকার রিচার্জ প্ল্যানের বেনফিট

জিও মোট দুই ধরনের প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে — একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এবং অপরটি JioPhone কিংবা JioBharat ইউজারদের জন্য। 369 টাকার প্ল্যান জিওভারত 4G ফোনে রিচার্জ করা যাবে। জানিয়ে রাখি, জিওভারত হল কীপ্যাড ফোন। এতে ক্যামেরা ও একাধিক মাল্টিমিডিয়া ফিচার আছে। এর দাম মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে।

রিলায়েন্স জিওর 369 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং বেনিফিট আছে এবং 28 দিন 300 এসএমএস পাঠানো যায়। তবে সার্ভিস ভ্যালিডিটি পুরো 84 দিন। অর্থাৎ নম্বর 12 সপ্তাহ চালু থাকবে। এই প্যাকে প্রতিদিন 500 এমবি ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ 84 দিনের হিসেবে মোট 42 জিবি ডেটা মিলবে। 369 টাকার প্ল্যানের JioSaavn ও JioTV সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। দুই পরিষেবার জন্য আলাদা করে কোনও খরচ হবে না।

কম টাকায় বেশি দিনের মেয়াদ জিওর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। সংস্থা জিওফোন বা জিওভারত ডিভাইসের মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত করতে পারছে, যারা ভবিষ্যতে ধীরে ধীরে স্মার্টফোনে আপগ্রেড করবে এবং জিওর পরিষেবার সাথে যুক্ত থাকবে। এই মুহূর্তে ভারতে লক্ষ লক্ষ জিও কীপ্যাড ফোন ইউজার রয়েছে।

প্রসঙ্গত, Reliance Jio গত বছরের শেষে তিনটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 103 টাকার প্ল্যানে 28 দিনের জন্য 5 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। 500 টাকার প্ল্যানে 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS পাঠানো যাবে। প্ল্যানটিতে JioCloud ও 18 মাসের জন্য ফ্রি Gemini Pro পরিষেবা অর্ন্তভুক্ত।

এছাড়াও, YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5-সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্মের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 3,599 টাকা অ্যানুয়াল রিচার্জ প্ল্যান দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আনা হয়েছে। এই প্ল্যানে 365 দিনের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড কল করতে দিচ্ছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  2. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  3. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  4. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
  5. Oppo A6c খুব সস্তায় বাহুবলী ব্যাটারির সাথে লঞ্চ হল, ফোন থেকে চার্জ হবে অন্য ফোনও
  6. YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
  7. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  8. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  9. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  10. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »