Reliance Jio Has Launched a New Referral Program
Photo Credit: Reuters
আপনি কি Jio ব্যবহারকারীরা? তাহলে আপনার জন্য দারুণ খবর আছে। এখন আপনি প্রত্যেক রিচার্জে নগদ পুরস্কার জিততে পারেন। শুধু তাই নয়, কোম্পানির খরচে বাইরে ছুটি কাটানোর সুযোগও পাবেন। Reliance Jio তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে একটি নতুন প্রোগ্রামের ঘোষণা করেছে, যার মাধ্যমে রেফারেলকে পুরস্কারে পরিণত করতে পারবেন গ্রাহকরা। আপনার রেফারেলে কেউ যদি রিচার্জ করে বা নতুন কানেকশন নেয়, তাহলে তার বিনিময়ে আপনি নগদ পুরস্কার পাবেন। যার রেফারেল সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, তার জন্য ইজ মাই ট্রিপের সঙ্গে যৌথ ভাবে ট্যুরের ব্যবস্থা করেছে Jio।
রিলায়েন্স জিওর রেফারেল প্রোগ্রামে নিজের নাম নথিভুক্ত করতে প্রথমেই 8010353535 নম্বরে 'Hi' লিখে পাঠাতে হবে। তারপর প্রোগ্রামের বিস্তারিত বিবরণ এবং একটি ইউনিক রেফারেল লিঙ্ক আসবে। প্রতি বারই যখন কোনও নতুন গ্রাহক ওই রেফারেল লিঙ্ক ব্যবহার করে 349 টাকার জিও স্টার্টার প্যাক কিনবে, তখন যিনি রেফার করছেন তাকে 72 টাকা পুরস্কার দেওয়া হবে। এই মুল্য প্রায় 20 শতাংশ কমিশনের সমান।
জিও জানিয়েছে, তাদের রেফারেল সংখ্যার কোনও উর্দ্ধসীমা নেই। যার অর্থ যত বেশি রেফার করবেন, ততোধিক পুরস্কার জেতার সুযোগ মিলবে। টেলিকম সংস্থাটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে শীর্ষ রেফারারদের নাম প্রকাশ করবে। এছাড়াও, প্রত্যেক মাসে তিনজন শীর্ষ রেফারার গোয়াতে তিন দিন ও দুই রাত ছুটি কাটানোর সুযোগ পাবেন। অর্থাৎ, এক সুযোগে দু'টি কাজ হাসিল হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, রেফারারের পাশাপাশি নতুন গ্রাহকরাও একাধিক সুবিধা পাবেন। রেফারেল লিঙ্কের মাধ্যমে জিও সিম চালু করলে কয়েকটি বিশেষ অফার মিলবে। প্রথমত, ইজমাইট্রিপে ফ্লাইটের টিকিট কাটার সময় 2,200 টাকা ছাড় এবং হোটেলের রুম বুকিংয়ের ক্ষেত্রে 15 শতাংশ ডিসকাউন্ট। দ্বিতীয় অফারটি অনলাইনে যারা বেশি জামাকাপড় কেনেন, তাদের জন্য। রিলায়েন্সের Ajio প্ল্যাটফর্মে 1,000 টাকা বা তার বেশি অঙ্কের কেনাকাটায় 200 টাকা ছাড় মিলবে।
শেষের অফারটি খাদ্যরসিকদের জন্য। সুইগি-তে 499 টাকা বা তার বেশি দামের খাবার অর্ডার করলে 150 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এই সমস্ত অফার পেতে গ্রাহকদের অবশ্যই রেফারেল লিঙ্ক ব্যবহার করে অনলাইনে জিও সিম অর্ডার করতে হবে। এবং Self-KYC ভেরিফিকেশন ঘরে বসে সম্পূর্ণ করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি Google-এর সঙ্গে হাত মিলিয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে Jio। টেক জায়ান্টটির Gemini AI Pro পরিষেবা টেলিকম সংস্থাটির 48 কোটির বেশি গ্রাহক 18 মাস (দেড় বছর) বিনামূল্যে ব্যবহার করতে পারবে। Gemini AI-এর এই সাবস্ক্রিপশন প্ল্যান প্রায় 35,100 টাকা দামের পরিষেবা নিখরচায় প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.