MyJio অ্যাপ থেকে Google AI Pro অফার চালু করতে পারবেন। আপনার নম্বরে শুধুমাত্র আনলিমিটেড 5G প্ল্যান থাকতে হবে।
 
                Reliance Offers Jio Users 18 Months of Free Google AI Pro Features
মুকেশ আম্বানির Jio দশ বছর আগে দেশের ডিজিটাল জগতে বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। সেই সময় বিনামূল্যে ইন্টারনেট ও কলিং চিরতরে পাল্টে দিয়েছিল দেশের টেলিকম ব্যবস্থাকে। Reliance এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংক্রান্ত পরিষেবার দরজাও গ্রাহকদের জন্য সম্পূর্ণ খুলে দিয়েছে। আরও বেশি মানুষ যাতে সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা নিতে পারেন, তার জন্য Google-এর সঙ্গে হাত মিলিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তারা। টেক জায়ান্টটির Gemini AI Pro পরিষেবা জিওর 48 কোটির বেশি গ্রাহক 18 মাস পুরোপুরি বিনামূল্যে ব্যবহার করতে পারবে। Gemini AI-এর এই সাবস্ক্রিপশন প্ল্যান প্রায় 35,100 টাকা দামের পরিষেবা সম্পূর্ণ নিখরচায় প্রদান করবে। চলুন দেখে নেওয়া যাক, আপনি Gemini AI Pro কীভাবে ফ্রি-তে পাবেন।
জিও ব্যবহারকারীরা মাইজিও অ্যাপ থেকে এই অফার দেড় বছরের জন্য আনলক করতে পারবেন। এর জন্য আপনার নম্বরে শুধুমাত্র আনলিমিটেড 5G প্ল্যান চালু থাকতে হবে। সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে 18 থেকে 25 বছর বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর ধীরে ধীরে দেশজুড়ে জিওর সমস্ত গ্রাহকের কাছে AI পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
1. প্রথমে MyJio অ্যাপে যান, না থাকলে ডাউনলোড করুন।
2. অ্যাপ খুললে একটি ব্যানার দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে, 'Google Gemini Pro প্ল্যান ফ্রি'।
3. ব্যানারে ক্লিক করে যে Gmail অ্যাকাউন্টে Gemini AI Pro মডেলের অ্যাক্সেস চান, সেটা দিয়ে রেজিস্টার করুন।
4. রেজিস্ট্রেশনের পর দেখবেন লেখা আসছে: "আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা আপনার জন্য Google Gemini অফারের অনুরোধ পেয়েছি।" আপনার কাজ এখানেই শেষ। এখন শুধু অ্যাক্সেস চালু হওয়ার অপেক্ষা করুন।
জেমিনাই ফ্রি প্ল্যানের তুলনায় এআই প্রো প্ল্যানে প্রচুর সুবিধা রয়েছে। আলাদা করে কিনলে প্রতি মাসে 1,950 টাকা খরচ হয়। তবে এখন বিনামূল্যে একঝাঁক AI টুলস পাওয়া যাবে, যা শিক্ষার্থী, গবেষক, কনটেন্ট ক্রিয়েটর সহ নানা পেশার সঙ্গে জড়িত মানুষদের কাজে আসবে।
Gemini 2.5 Pro অ্যাক্সেস: জটিল কাজ, কোডিং, ও সৃজনশীল কাজের জন্য গুগলের সবচেয়ে পাওয়ারফুল এবং উন্নত AI মডেলে উচ্চতর অ্যাক্সেস পাবেন।
2 টিবি ক্লাউড স্টোরেজ: ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও আর চিন্তা করতে হবে না। গুগল ফটোস, জিমেইল, ড্রাইভ, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে (Android) 2 টিবি স্টোরেজ পাওয়া যাবে।
AI ইমেজ ও ভিডিও জেনারেশন মডেল: গুগল ন্যানো ব্যানানা মডেল দিয়ে আরও বেশি এআই ইমেজ তৈরি করা যাবে। Veo 3.1 মডেলের মাধ্যমে শুধু টেক্সট লিখে ভিডিও বানাতে পারবেন। এছাড়াও, গুগলের ফ্লো (AI সিনেমা বানানোর টুল) এবং হুইস্ক (ছবি থেকে ভিডিও)-এও অ্যাক্সেস পাওয়া যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                        
                     Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                            
                                Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                        
                     OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                            
                                OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                        
                     Xiaomi 17, Poco F8 Series and Redmi Note 15 Listed on IMDA Certification Website Hinting at Imminent Global Launch
                            
                            
                                Xiaomi 17, Poco F8 Series and Redmi Note 15 Listed on IMDA Certification Website Hinting at Imminent Global Launch