আপনি যদি 2020 সালের পরে PC কেনেন বা সেটি প্রায় পাঁচ বছরের পুরনো হয়, তাহলে বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করা যেতে পারে।
Photo Credit: Unsplash/Clint Patterson
Windows 10 থেকে Windows 11-এ ফ্রি আপগ্রেড করা যাবে
মঙ্গলবার Windows 10 অপারেটিং সিস্টেমের দীর্ঘ এক দশকের অধ্যায় শেষ হল। Microsoft আজ থেকেই এই OS-এ সমস্ত সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। তবে এর ফলে যে রাতারাতি Windows 10 চালিত বিশ্বের কোটি কোটি ল্যাপটপ, কম্পিউটার, বা অন্যান্য যন্ত্র অকেজো হয়ে পড়বে, এমনটা নয়। Microsoft তাদের এই পুরাতন অপারেটিং সিস্টেমের জন্য আর বিনামূল্যে সিকিউরিটি আপডেট বা প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করবে না। যাক অন্তত ব্যবহার তো করা যাবে, এমনটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলা কিন্তু ভুল। কারণ সমস্ত প্রকার সাপোর্ট বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যবহারকারীদের ঠিক কী করণীয়।
অক্টোবর 14 থেকে উইন্ডোজ 10-এর জন্য অফিসিয়াল সাপোর্ট শেষ হয়েছে। তবে ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ এবং ল্যাপটপগুলিকে Windows 11 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করে নিতে পারেন। আপনি যদি 2020 সালের পরে পিসি কেনেন বা সেটি প্রায় পাঁচ বছরের পুরনো হয়, তাহলে বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করা যেতে পারে।
যদি আপনার পিসি উইন্ডোজ 11 চালানোর জন্য ন্যূনতম সিস্টেমের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মাইক্রোসফ্ট "এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট" বা ESU নামে একটি প্রোগ্রামের জন্য সাইন আপ করতে পারেন। এই প্রোগ্রামে যোগ দিলে আগামী তিন বছর (2026 সালের অক্টোবর 13) পর্যন্ত নিরাপত্তাজনিত আপডেট পাওয়া যাবে। তবে নতুন ফিচার সংযুক্ত হবে না। মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে উইন্ডোজ 10 ব্যবহার করলে, পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন৷ নাহলে প্রতি বছর 30 ডলার খরচ করতে হবে।
উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে আপনার সিস্টেমে ডুয়াল বা ততোধিক কোর সহ একটি প্রসেসর প্রয়োজন, যা 1 গিগাহার্টজ বা তার চেয়ে দ্রুত গতিতে রান করে। এছাড়াও, ন্যূনতম 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ ও টিপিএম 2.0 সিকিউরিটি চিপ থাকতে হবে। মাইক্রোসফ্ট একটি ফ্রি টুল অফার করে এটি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 চালাতে সক্ষম কি না, তা জানিয়ে দেয়। যদি চালাতে পারে, তাহলে দু'টি উপায়ে ফ্রি আপগ্রেড করতে পারবেন।
1. উইন্ডোজ আপডেটের মাধ্যমে
2. উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্টের সাহায্যে
যদি আপনি কম্পিউটার Windows 11-এ আপগ্রেড করতে না পারেন, তাহলে তিনটি বিকল্প সামনে আছে। নতুন কম্পিটার কিনুন নয়তো Microsoft-এর Extended Security Updates প্রোগ্রামে সাইন আপ করুন। অথবা Linux-এর মতো বিকল্প অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17T Leak Hints at 6,500mAh Battery, OmniVision OV50E Camera Sensor
Apple CEO Tim Cook Highlights Adoption of Apple Intelligence, Reveals Most Popular AI-Powered Feature
Vivo V70, V70 Elite Confirmed to Launch in India With Snapdragon Chipsets