আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন

আপনি যদি 2020 সালের পরে PC কেনেন বা সেটি প্রায় পাঁচ বছরের পুরনো হয়, তাহলে বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করা যেতে পারে।

আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন

Photo Credit: Unsplash/Clint Patterson

Windows 10 থেকে Windows 11-এ ফ্রি আপগ্রেড করা যাবে

হাইলাইট
  • Windows 10 ফ্রি সিকিউরিটি আপডেট বা প্রযুক্তিগত সহায়তা পাবে না
  • Microsoft অক্টোবর 14 থেকে সমস্ত সাপোর্ট বন্ধ করে দিচ্ছে
  • ইউজাররা বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করতে পারেন
বিজ্ঞাপন

মঙ্গলবার Windows 10 অপারেটিং সিস্টেমের দীর্ঘ এক দশকের অধ্যায় শেষ হল। Microsoft আজ থেকেই এই OS-এ সমস্ত সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। তবে এর ফলে যে রাতারাতি Windows 10 চালিত বিশ্বের কোটি কোটি ল্যাপটপ, কম্পিউটার, বা অন্যান্য যন্ত্র অকেজো হয়ে পড়বে, এমনটা নয়। Microsoft তাদের এই পুরাতন অপারেটিং সিস্টেমের জন্য আর বিনামূল্যে সিকিউরিটি আপডেট বা প্রযুক্তিগত সহায়তা সরবরাহ করবে না। যাক অন্তত ব্যবহার তো করা যাবে, এমনটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলা কিন্তু ভুল। কারণ সমস্ত প্রকার সাপোর্ট বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যবহারকারীদের ঠিক কী করণীয়।

Windows 10 PC থাকলে কী করবেন

অক্টোবর 14 থেকে উইন্ডোজ 10-এর জন্য অফিসিয়াল সাপোর্ট শেষ হয়েছে। তবে ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ এবং ল্যাপটপগুলিকে Windows 11 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করে নিতে পারেন। আপনি যদি 2020 সালের পরে পিসি কেনেন বা সেটি প্রায় পাঁচ বছরের পুরনো হয়, তাহলে বিনামূল্যে Windows 11 ভার্সনে আপগ্রেড করা যেতে পারে।

যদি আপনার পিসি উইন্ডোজ 11 চালানোর জন্য ন্যূনতম সিস্টেমের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মাইক্রোসফ্ট "এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট" বা ESU নামে একটি প্রোগ্রামের জন্য সাইন আপ করতে পারেন। এই প্রোগ্রামে যোগ দিলে আগামী তিন বছর (2026 সালের অক্টোবর 13) পর্যন্ত নিরাপত্তাজনিত আপডেট পাওয়া যাবে। তবে নতুন ফিচার সংযুক্ত হবে না। মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে উইন্ডোজ 10 ব্যবহার করলে, পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন৷ নাহলে প্রতি বছর 30 ডলার খরচ করতে হবে।

Windows 11 সফটওয়্যারে কীভাবে আপগ্রেড করবেন

উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে আপনার সিস্টেমে ডুয়াল বা ততোধিক কোর সহ একটি প্রসেসর প্রয়োজন, যা 1 গিগাহার্টজ বা তার চেয়ে দ্রুত গতিতে রান করে। এছাড়াও, ন্যূনতম 4 জিবি র‍্যাম, 64 জিবি স্টোরেজ ও টিপিএম 2.0 সিকিউরিটি চিপ থাকতে হবে। মাইক্রোসফ্ট একটি ফ্রি টুল অফার করে  এটি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 চালাতে সক্ষম কি না, তা জানিয়ে দেয়। যদি চালাতে পারে, তাহলে দু'টি উপায়ে ফ্রি আপগ্রেড করতে পারবেন।

1. উইন্ডোজ আপডেটের মাধ্যমে

  • প্রথমে আপনার গুরুত্বপূর্ণ ডেটা ক্লাউড বা ইউএসবি ডিভাইসে ব্যাকআপ করে রাখুন।
  • এরপর সেটিংসে ক্লিক করে উইন্ডোজ আপডেটে যান।
  • সেখানে "চেক ফর আপডেটে" ক্লিক করুন।
  • যদি উইন্ডোজ 11 আপগ্রেড উপলব্ধ থাকে, তাহলে "ডাউনলোড ও ইনস্টল" অপশন দেখা যাবে। সেটি ক্লিক করে ইনস্টল করে নিন।

2. উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্টের সাহায্যে

  • আপডেট অপশন না আসলে, সোজা মাইক্রোসফ্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
  • সেখান থেকে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করুন।
  • সেটি সিস্টেমে রান করে নির্দেশনা অনুযায়ী আপগ্রেড সম্পূর্ণ করুন।

আপগ্রেড করতে না পারলে কী করণীয়

যদি আপনি কম্পিউটার Windows 11-এ আপগ্রেড করতে না পারেন, তাহলে তিনটি বিকল্প সামনে আছে। নতুন কম্পিটার কিনুন নয়তো Microsoft-এর Extended Security Updates প্রোগ্রামে সাইন আপ করুন। অথবা Linux-এর মতো বিকল্প অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  2. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
  3. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  4. Vivo Y500 Pro সস্তায় 200MP ফ্ল্যাগশিপ ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে 10 নভেম্বর লঞ্চ হচ্ছে
  5. ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন
  6. দুর্ধর্ষ ছবি উঠবে এমন ফোন কিনতে চান? 25,000 টাকা সস্তায় মিলছে এই স্মার্টফোন
  7. Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
  8. Oppo Reno 15 সিরিজের তিনটি ফোন ডিসেম্বরে ভারতে আসছে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  9. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
  10. Realme C85 সিরিজ 7,000mAh ব্যাটারি ও 24 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »