সব রিচার্জের সাথে পুরস্কার দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2019 13:31 IST
হাইলাইট
  • রিচার্জের পরে *999# ডায়াল করে পুরস্কার সংগ্রহ করতে হবে
  • My Vodafone অ্যাপ থেকেও পুরস্কার সংগ্রহ করা যাবে
  • রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই কাজ করতে হবে

রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে।

সম্প্রতি রিওয়ার্ড প্রোগ্রাম শুরু করেছে Vodafone। এর ফলে সিমীত সময়ের জন্য সব রিচার্জে গ্রাহককে নিশ্চিত পুরস্কার দেবে কোম্পানি। কত টাকা রিচার্জ করছেন তার উপরে পুরস্কার নির্ভর করবে না। সব রিচার্জের সাথেই গ্রাহক কিছু না কিছু পুরস্কার পাবেন। রিচার্জ করার 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে। না হলে পুরস্কার হাত থেকে ফসকে যাবে। যত বেশি টাকা রিচার্জ করবেন তত বেশি পুরস্কার পাওয়া যাবে।

পুরস্কার পেতে শুরুতেই নিজের Vodafone প্রিপেড নম্বর রিচার্জ করতে হবে। এর পরে ফোন থেকে *999# ডায়াল করে অথবা My Vodafone অ্যাপ থেকে ‘মাই রিওয়ার্ডস' বিভাগে গিয়ে পুরস্কার সংগ্রহ করতে হবে। রিচার্জক করার 72 ঘন্টার মধ্যে পুরস্কার সংগ্রহ না করলে তা হাত থেকে ফসকে যাবে। Vodafone ওয়েবসাইট, My Vodafone অ্যাপ অথবা যে কোন অ্যাপ অথবা রিটেলারের কাছ থেকে রিচার্জ করলেই গ্রাহককে পুরস্কার দিচ্ছে কোম্পানি।

পুরস্কার হিসাবে দেওয়া হবে আনলিমিটেড কল, ক্যাশব্যাক, অতিরিক্ত ডেটা, মিসড কলের তথ্য। Vodafone জানিয়েছে সব ধরনের রিচার্জের সাথেই পুরস্কার পাবেন গ্রাহকরা। কয়েকটি রিচার্জের সাথে গ্রাহককে একাধিক পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে Vodafone। সেখান থেকে একটি পুরস্কার পছন্দ করতে পারবেন গ্রাহকরা। একাধিক রিচার্জ করলে একাধিক পুরস্কার পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন
  2. আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
  3. দিওয়ালি সেলে 22,000 টাকা সস্তায় কিনুন iPhone 16, অফার চলছে নতুন iPhone 17 মডেলেও
  4. পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
  5. Oppo-র দুর্ধর্ষ ক্যামেরার স্মার্টফোনে মিলছে 13,000 টাকা ছাড়, টেক্কা দেবে DSLR-কেও!
  6. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Vivo Pad 5e ট্যাব
  7. Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!
  8. 200 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Samsung W26 স্মার্টফোন
  9. Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন
  10. দিওয়ালি সেলে Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোনে 17,000 টাকার বিশাল ডিসকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.