Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS

Vi HMD Super Saver অফারের অধীনে 28 দিনের জন্য আনলিমিটেড কল ও 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS

Photo Credit: Vi

Vodafone Idea partners with HMD Mobile to launch Rs 140 Prepaid Plan

হাইলাইট
  • Vodafone Idea নতুন 140 টাকার প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে
  • Vi এর নতুন প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • এটি আনলিমিটেড কল ও 2 জিবি ডেটা বেনিফিট প্রদান করবে
বিজ্ঞাপন

Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য একদম অল্প খরচের একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল, যার দাম মাত্র 140 টাকা। সংস্থার এই মূল্যের একটি প্রিপেইড প্ল্যান দাম আগেই উপলব্ধ আছে। কিন্তু ওই নতুন রিচার্জ প্ল্যান আরও বেশি ভ্যালিডিটি, ফ্রি SMS, ও অতিরিক্ত ডেটার সুবিধা প্রদান করবে। এটি একটি লিমিটেড পিরিয়ড অফার প্ল্যান এবং নাম রাখা হয়েছে Vi HMD Super Saver অফার। HMD মোবাইলের সাথে জোট বেঁধে নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে টেলিকম সংস্থা। চলুন 140 টাকার নয়া Vi রিচার্জ প্যাকের সুবিধাগুলি জেনে নেওয়া যাক।

Vi HMD Super Saver অফার

ভোডাফোন আইডিয়া জানিয়েছে, ভিআই এইচএমডি সুপার সেভার অফার মূলত নতুন প্রিপ্রেইড গ্রাহকদের জন্য, যারা HMD ও Nokia এর ফিচার ফোন কিনবেন। অফারের অধীনে 2025 সালের 24 ডিসেম্বর কিংবা তার পরে যারা HMD 100, HMD 101, এবং Nokia 105 Classic মডেলের হ্যান্ডসেট কিনবেন, তারা সিম চালু হওয়ার 30 দিনের মধ্যে 140 টাকার রিচার্জ করলে একাধিক সুবিধা পাবেন।

লিমিটেড পিরিয়ড অফারে Vi সিম ব্যবহারকারীরা 140 টাকার রিচার্জ করে 28 দিনের জন্য আনলিমিটেড কল করতে পারবেন। 4 সপ্তাহের ভ্যালিডিটি সহ মোট 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, 300 এসএমএস ফ্রি পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়া দাবি করেছে যে, এই প্ল্যানে রিচার্জ করা সাবস্ক্রাইবাররা 199 টাকার প্ল্যানের সমতুল্য সুবিধা পাবেন।।

প্রতি রিচার্জে 140 টাকা খরচ হওয়ায় ভোডাফোন আইডিয়া গ্রাহকদের 59 টাকা সাশ্রয় সম্ভব হবে। Vi স্পষ্ট করে জানিয়েছে, এই অফারের সুবিধা ততদিনই পাওয়া যাবে যতদিন Nokia ও HMD এর নির্দিষ্ট ডিভাইসে সিম ব্যবহার করা হবে। সিম অন্য ব্র্যান্ডের মোবাইল ফোনে ঢোকালে সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আবার আগের ফোনে ঢোকালে পরিষেবা স্বাভাবিক হবে।

অফারটি প্রতি ডিভাইস ও প্রতি মোবাইল নম্বরের জন্য একবারই নেওয়া যাবে। Vi HMD Super Saver অফার জানুয়ারি 14, 2026 থেকে জুন 30, 2026 পর্যন্ত চালু থাকবে। সংস্থা অফারের সময়সীমা বাড়াতে পারে অথবা কমাতেও পারে। গ্রাহকরা Vi রিটেল স্টোর বা অনুমোদিত দোকান থেকে সিম কিনে অফারের ফায়দা নিতে পারেন।

জানিয়ে রাখি, কোম্পানির 140 টাকার পুরনো রিচার্জ প্ল্যানে 15 দিনের জন্য আনলিমটেড কল করা যায়। এতে ডেটা বা SMS বেনিফিট অর্ন্তভুক্ত নেই। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই আর্থিক ভাবে ধুঁকছে ভোডাফোন আইডিয়া। সংস্থাকে বাঁচাতে বকেয়ার একাংশ মকুব করে অংশীদারি হাতে নিয়েছে কেন্দ্র।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  2. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  3. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
  4. ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
  5. Oppo A6 5G ভারতে 7,000mah ব্যাটারি, 50MP ক্যামেরা, IP69 রেটিং সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. iQOO 15R স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হল, 200MP ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে আসতে পারে
  7. Vivo X200T দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের সাথে জানুয়ারি 27 লঞ্চ হচ্ছে
  8. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G লঞ্চের ঘোষণা হল, এক চার্জে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে
  9. WhatsApp ভিডিও কলের জন্য নতুন ফিচার আনছে, ব্যবহারকারীদের জন্য দারুণ খবর
  10. 24GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল Honor Magic 8 RSR Porsche Design স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »