ভোডাফোন আইডিয়ার 1149 টাকার প্ল্যানে 180 দিন বা 6 মাসের জন্য আনলিমিটেড ভয়েস কল করা যাবে।
Photo Credit: Vi
Vi-এর নতুন 1149 টাকা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 6 মাস
মাসে মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান? তাহলে আপনার কাজ আরও সহজ করে দিল Vodafone Idea (Vi)। টেলিকম সংস্থাটি একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যা এক মাস রিচার্জ করলে 180 দিন পর্যন্ত চালু থাকবে। কোম্পানির 1149 টাকার নতুন প্ল্যান মূলত ভয়েস কলিং এবং অনেকদিন ভ্যালিডিটির উপর বেশি গুরুত্ব দেয়। এই প্রিপেইড রিচার্জ প্যাক সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য, যারা মোবাইল ফোন মূলত কল করার জন্য ব্যবহার করেন এবং ডেটা বেশি খরচ করেন না। তাই Vi দীর্ঘ সময় ধরে ফোন চালানোর সুবিধার সাথে নয়া প্ল্যান চালু করেছে।
ভোডাফোন আইডিয়া বা ভিআই-এর 1149 টাকার প্ল্যানে 180 দিন বা 6 মাসের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর সঙ্গে মোট 20 জিবি ডেটা ও 1800টি SMS ফ্রি দিচ্ছে সংস্থা। তবে 20 জিবি সীমা পার করলে প্রতি মেগাবাইটে 50 পয়সা খরচ করতে হবে গ্রাহকদের। হিসেব করতে বসলে, দিন প্রতি 6.38 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ প্ল্যানটি সাশ্রয়ী ও নম্বর চালু রাখার জন্য আদর্শ।
উল্লেখ্য, এটি ভোডাফোন আইডিয়ার 2249 টাকার বার্ষিক প্ল্যানের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে। যেখানে 1 বছর বা 365 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, 40 জিবি ডেটা, ও 3,600টি ফ্রি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ 1149 টাকা প্ল্যানের ডাবল বেনিফিট। দু'টো প্ল্যানই সমস্ত টেলিকম সার্কেলে উপলব্ধ। আপনি নিকটবর্তী ভিআই স্টোর বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন।
আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন, যাদের WFH বা ওয়ার্ক ফ্রম হোম এখনও চালু আছে। তারা সাধারণত বাড়িতে Wi-Fi বা ফাইবার ব্রডব্যান্ডের উপর নির্ভর করেন এবং বড় ডেটা প্যাকের প্রয়োজন হয় না। তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে ভোডাফোন আইডিয়ার 1149 টাকার প্রিপেইড প্ল্যান।
এছাড়াও, বাড়িতে দাদু-দিদা বা বয়স্ক মানুষজন থাকলে, তাদের জন্যও প্ল্যানটি কার্যকরী হবে। কারণ সিনিয়র সিটিজেনদের বেশিরভাগ সময় ভয়েস কলেই প্রয়োজন মিটে যায়। স্মার্টফোনে সড়গড় না হওয়ার কারণে ফিচার ফোন ব্যবহার করেন ও বেশি ডেটা লাগে না। এছাড়াও, যে সব গ্রাহক একটি ব্যাকআপ নম্বর চালু রাখতে চান, এবং বেশ ডেটা বা আনলিমিটেড কলিং-এর সুবিধা না পেলেও চলে যাবে, তারাও প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X300 Pro Launched in India With 200-Megapixel Telephoto Camera, 6,510mAh Battery: Price, Specifications
Google Schedules Android XR Event for December 8; Updates About Glasses, Headsets Expected