200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea

Vodafone Idea এর 199 ও 179 টাকায় রিচার্জ প্ল্যানে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে

200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea

Photo Credit: Reuters

ভোডাফোন আইডিয়ার 199 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ 28 দিন

হাইলাইট
  • Vodafone Idea নির্বাচিত গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা দিচ্ছে
  • টেলিকম কোম্পানিটি দৈনিক 1 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে
  • Vi অফিসিয়ালি এই অফার সম্পর্কে ঘোষণা করেনি
বিজ্ঞাপন

একটা পয়সা খরচ না করেই যদি প্রতিদিন 1 জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যায়, তাহলে কেমন লাগবে? খুব মজার তাই না? আবার ধরুন আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে আচমকা কয়েকদিনের জন্য বেড়ে গেল, কিন্তু এর জন্যও একটা টাকাও আপনার পকেট থেকে দিতে হয়নি। মোবাইল ফোন রিচার্জের বাড়ন্ত খরচের সময়ে এসব সুবিধা আকাশ কুসুম বলে মনে হলেও, বাস্তবে Vodafone Idea বা Vi এমনই অফার দিচ্ছে। টেলিকম সংস্থাটি চুপিচুপি তাদের 199 টাকা এবং 179 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে কিছু নির্বাচিত গ্রাহকদের জন্য বিশেষ অফার দিচ্ছে।

Vi এর 199 ও 179 টাকায় রিচার্জ প্ল্যানে বিশেষ সুবিধা

ভোডাফোন আইডিয়ার 199 ও 179 টাকার প্রিপেইড প্ল্যান কম আয়ের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আবার যাঁরা একটি সিম ব্যাকআপ হিসেবে রাখতে চান, তাঁরাও এই প্ল্যানে রিচার্জ করে কিছুটা খরচ বাঁচিয়ে সাশ্রয় করতে পারছেন। টেলিকমটকের একটি প্রতিবেদন অনুসারে, Vi দু'টো প্ল্যানেই বিশেষ অফার হিসেবে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে এই অফার কেবলমাত্র কয়েকজন নির্বাচিত গ্রাহকের জন্য উপলব্ধ এবং অ্যাপে দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। এটি সার্কেল-ভিত্তিকও হতে পারে।

Vi-এর 199 টাকার প্রিপেইড প্ল্যান মোট 2 জিবি ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি প্রদান করে। এতে অফুরন্তু ভয়েস কল করার ও 300 এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যায়। আর এখন, ভোডাফোন আইডিয়া তাদের স্পেশাল অফারের আওতায় প্রতিদিন 1 জিবি ডেটা অতিরিক্ত ব্যবহার করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 30 জিবি ডেটা পাবে গ্রাহকরা।

অন্যদিকে, 179 টাকার রিচার্জ প্ল্যানে সাধারণত 24 দিনের মেয়াদ পাওয়া যায়। বিশেষ অফারে সেটাই বেড়ে 28 দিন হয়েছে। অর্থাৎ 4 সপ্তাহ ধরে 300 ফ্রি এসএমএস ও আনলিমিটেড ভয়েস উপভোগ করা যাবে। উল্লেখ্য, Airtel-এর 189 টাকার রিচার্জ প্যাকের পাল্টা দিতেই Vi বিশেষ অফার এনেছে বলে অনুমান করা হচ্ছে। এটি ভারতীয় দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ 21 দিন। প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড কল করতে দেয়। সঙ্গে 1 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

এদিকে,Vi জানিয়েছে, তাদের 5G নেটওয়ার্ক 23টি নতুন শহরে চালু হচ্ছে। এই পরিষেবা কলকাতা, শিলিগুড়ি, আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, আগ্রা, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মিরাট, নাগপুর, নাসিক, রাজকোট, সুরাট, পুনে, সোনিপত, ত্রিবান্দ্রম, বরোদা, ও ভাইজ্যাগে উপলব্ধ হবে। 299 টাকা থেকে শুরু করে 28 দিনের মেয়াদের প্রিপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে ভি। আর পোস্টপেইড 5G প্ল্যানগুলির দাম 451 টাকা থেকে শুরু হয়ে 1,201 টাকা পর্যন্ত গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »