রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল

Vodafone Idea (Vi) ভারতের আরও 23টি শহরে 5G পরিষেবার চালু করার কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছে এই রাজ্যের কলকাতা ও শিলিগুড়ির নাম।

রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল

Photo Credit: Vi

Vi 299 টাকা থেকে শুরু প্ল্যানে আনলিমিটেড 5G দিচ্ছে

হাইলাইট
  • Vi ভারতের 23টি নতুন শহরে 5G পরিষেবা চালু করেছে
  • তালিকায় এই রাজ্যের কলকাতা ও শিলিগুড়ির নাম রয়েছে
  • Vi আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম 299 টাকা থেকে শুরু
বিজ্ঞাপন

Vodafone Idea (Vi) তাদের 5G পরিষেবার মানচিত্রে দেশের আরও 23টি শহরকে অর্ন্তভুক্ত করার কথা ঘোষণা করেছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ হবে এই কাজ। তালিকায় রয়েছে এই রাজ্যের কলকাতা ও শিলিগুড়ির নাম। চলতি বছরের মার্চ-এপ্রিলে টেলিকম সংস্থাটি যে সমস্ত শহরে 5G চালু করার কথা জানিয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের  নাম ছিল না। তখন Vi যুক্তি দিয়েছিল, যে শহরগুলিতে তাদের ডেটা বেশি ব্যবহার হয়, সেই অনুযায়ী 5G পরিষেবা চালু করা হবে। জুনের শুরুতে বেঙ্গালুরুতে কোম্পানির 5G পরিষেবা সম্প্রসারণের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে কলকাতা ও শিলিগুড়ির গ্রাহকদের অপেক্ষার অবসান ঘটল। তবে রাজ্যের অন্যত্র কবে চালু হবে, তা এখনও জানা যায়নি। এর আগে, দিল্লি, মুম্বাই, পাটনা এবং চণ্ডীগড়ে Vi 5G নেটওয়ার্ক উপলব্ধ ছিল। কোম্পানির আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যানের দাম 299 টাকা থেকে শুরু হচ্ছে।

Vi ভারতের আরও 23 শহরে 5G পরিষেবা চালু করছে

Vi এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে তারা তাদের 5G পরিষেবা 23টি নতুন ভারতীয় শহরে সম্প্রসারিত করছে। এই পরিষেবাটি কলকাতা, শিলিগুড়ি, ঔরঙ্গাবাদ, আগ্রা আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মীরাট, নাগপুর, নাসিক, পুনে, রাজকোট, সোনেপত, সুরাট, ত্রিবান্দ্রম, ভদোদরা এবং ভাইজ্যাগে উপলব্ধ হবে।

কোম্পানি আরও জানিয়েছে, Vi-এর 5G নেটওয়ার্কে নতুন যোগ হওয়া 23টি শহরই ভারতে তাদের 17টি প্রায়োরিটি সার্কেলকে অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত শহরগুলিতে 5G পরিষেবা পর্যায়ক্রমে রোল আউট বা কার্যকর করা হবে। পরিষেবা চালু হয়ে গেলে, এই শহরগুলির ব্যবহারকারীরা যাদের 5G স্মার্টফোনে Vi-এর 5G নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন।

ভি 299 টাকা থেকে শুরু করে 28 দিনের মেয়াদের প্রিপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। আনলিমিটেড 5G ডেটা সহ অন্যান্য প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির মধ্যে রয়েছে 349 টাকা, 365 টাকা, 579 টাকা, 649 টাকা, 859 টাকা, 979 টাকা এবং 3,599 টাকা। অন্যদিকে, পোস্টপেইড 5G প্ল্যানগুলির দাম 451 টাকা থেকে শুরু হয়ে 1,201 টাকা পর্যন্ত যায়।

ভোডাফোন আইডিয়ার দাবি, কম শক্তি ব্যবহার করে নেটওয়ার্ক উন্নত করার জন্য তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সমর্থিত সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্কস (SON) প্রযুক্তি ব্যবহার করছে। এটি কার্যকর করতে, Nokia, Ericsson ও Samsung এর মতো সংস্থার সাথে হাত মিলিয়েছে তারা। পূর্বে, এই বছরের আগস্টের মধ্যে 17টি প্রায়োরিটি সার্কেলে 5G পরিষেবা আনার পরিকল্পনা প্রকাশ করেছিল টেলিকম কোম্পানিটি।

উল্লেখ্য, বর্তমানে বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে পরিষেবা চালিয়ে যাচ্ছে ভোডাফোন আইডিয়া। সরকারের থেকে আর্থিক সাহায্য না পেলে আগামী বছর মার্চের মধ্যে পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কার কথা শুনিয়েছে তারা। সংস্থার ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »