10 অক্টোবর শুরু হবে পঞ্চম সংস্করণের 'The Big Billion Days'। পাঁচ দিন ধরে চলবে এই সেল। ‘দ্য বিগ বিলিয়ান ডেজ’ সেলে জনপ্রিয় মোবাইল, টিভি, ক্যামেরা, হোম অ্যাপলায়েন্স সহ একাধিক প্রোডাক্টে বিপুল ছাড় দেবে Flipkart। এই বছর ‘দ্য বিগ বিলিয়ান ডেজ’ সেলে MasterCard গ্রাহকরা অতিরিক্ত ছাড় পাবেন।