চিনের jd.com এ Red Magic 2 ফোনের ক্রাউডফান্ডিং শুরু হয়েছে। 6 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্রাউডফান্ডিং। ইতিমধ্যেই 230 শতাংশ টাকা তুলে ফেলেছে Nubia। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে শুরুতে 10 লক্ষ ইউয়ান (প্রায় 1.04 কোটি টাকা) তোলার লক্ষ্য থাকলেও ইতিমধ্যেই 2,323,600 ইউয়ান (প্রায় 2.42 কোটি টাকা) তুলেছে চিনের কোম্পানিটি।
এই বছরের শুরুতে কোম্পানির প্রথম গেমিং ফোন Red Magic লঞ্চ করেছিল Nubia। সেই ফোনের পরবর্তী ভার্সান Red Magic 2। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে তৈরী হয়েছিল Red Magic।