2018 সালে স্মার্টফোন ডিজাইনে বিপ্লব এনেছিল Oppo Find X। আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে এই ফোনের উত্তরসূরি Find X2। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে Snapdragon 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল Oppo।
Super VOOC চার্জিং এর মাধ্যমে মাত্র 10 মিনিটে 40 শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাবে। বাই সেল ডিজাইনের মাধ্যমে Super VOOC টেকনোলজিতে Oppo R17 Pro ফোনের ফোন জলদি চার্জ হবে।
Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
বিশ্বের প্রথম 10GB RAM এর স্মার্টফোনের তকমা পেতে চলেছে Oppo Find X। ইতিমধ্যেই চিনের এক সার্টিফিকেশা ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। জুন মাসে লঞ্চ হয়েছিল Oppo Find X।