6 মার্চ লঞ্চ হবে Oppo Find X2। চিনে এক অনুষ্ঠান থেকে গোটা দুনিয়ার সামনে এই ফোন নিয়ে আসবে Oppo। ঐ দিন ভারতীয় সময় দুপুর 2 টো 30 মিনিটে এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Oppo Find X2।
সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে 65W Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি Oppo Reno Ace ফোন প্রথম এই প্রযুক্তি ব্যবহার হয়েছিল। নতুন ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট।
এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 8GB RAM, 256GB স্টোরেজ। ফোনের পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার হতে পারে। সেলফি তোলার জন্য থাকবে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে 4,065 mAh ব্যাটারি ব্যবহার হতে পারে। সঙ্গে থাকবে USB Type-C পোর্ট। যদিও এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।
বিক্রি শুরু হল Samsung Galaxy A71: এক ঝলকে দাম-দস্তুর ও সব ফিচার
Here's another look at the forthcoming OPPO Watch. ???? The curved screen and 3D glass will be a game changer. ???? pic.twitter.com/ozbl9BXNZq
— Brian Shen (@BrianShenYiRen) February 17, 2020
লঞ্চের সময় Oppo Find X2 ০তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। একই অনুষ্ঠান থেকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ নিয়ে আসতে পারে Oppo। এই স্মার্টওয়াচে Apple Watch -এর মতো ডিজাইন থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন