Apple AirPod কে টেক্কা দিতে ওয়্যারলেস ইয়ারফোন আনছে Realme

বিজ্ঞাপন
Edited by Madhurima Dutta, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:46 IST
হাইলাইট
  • হলুদ রঙে লঞ্চ হবে Realme ইয়ারবাড
  • AirPod-এর মতো ডিজাইন ব্যবহার হয়েছে
  • টিজার প্রকাশ করেছে Realme

Realme ইয়ারবাডের টিজার প্রকাশ করেছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ

Photo Credit: Twitter/ Madhav Sheth

এবার ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করছে Realme। সম্প্রতি নতুন ডিভাইসের টিজার প্রকাশ করেছেন Realme প্রধান মাধব শেঠ। Realme X2 Pro আর Realme 5s লঞ্চ ইভেন্ট থেকে শীঘ্রই ভারতে ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। নতুন Realme ইয়ারবাডে Apple EarPod এর মতো ডিজাইন দেখা গিয়েছে। নতুন ইয়ারবাডের সাথেই ভারতে Realme XT 730G লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।

মাধব শেঠের শেয়ার করা ছবিতে Realme ইয়ারবাডে Apple AirPod এর মতো ডিজাইন দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে এই ডিভাইসে কোম্পানির হলুদ রঙ থাকছে।

কোম্পানির তরফ থেকে প্রকাশ করা অন্য এক ছবিতে এই ইয়ারফোনে AirPod এর মতো চার্জিং কেস দেখা গিয়েছে। তবে সাদা রঙের পরিবর্তে চার্জিং কেসে কালো রঙ ব্যবহার করেছে Realme।

Realme ওয়্যারলেস ইয়ারবাডের সাথে কালো রঙের চার্জিং কেস থাকছে
ছবি: Twitter/ Realme

একই ইভেন্ট থেকে ভারতে লঞ্চ হবে Realme XT 730G। সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2। নাম বদলে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে Realme। চিনে Realme X2 ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme X2। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme X2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।\

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। Realme X2 এর ওজন 182 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme earbuds, Realme India, Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  2. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  3. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  4. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  5. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
  6. iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
  7. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স
  8. 32 মেগাপিক্সেল 4K সেলফি ক্যামেরার সঙ্গে iQOO Z10R লঞ্চ হচ্ছে 24 জুলাই, দাম জেনে নিন
  9. 7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস
  10. iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, Apple-এর সামনে নজির গড়ার হাতছানি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.