Realme Narzo 80 Ultra-হ্যান্ডসেটটি ভারতে উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে
বেশ কিছুদিন ধরেই Realme Narzo 80 Ultra আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। Realme খুব শীঘ্রই ভারতের বাজারে Realme Narzo 80 Ultra হ্যান্ডসেটটি আনার প্রস্তুতি নিচ্ছে। Realme Narzo 80 Ultra হ্যান্ডসেটটির বৈশিষ্ট্য সম্বন্ধিত বেশ কিছু তথ্যও ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো,এটি Narzo সিরিজের সর্বপ্রথম আল্ট্রা-ব্র্যান্ডেড মডেল