অফিসিয়াল লঞ্চের আগে Realme P4 Power 5G স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ হয়েছে।
Photo Credit: Realme
Realme P4 Power 5G will be available in India in three colourways
Realme P4 Power 5G নিয়ে বর্তমানে প্রত্যাশা তুঙ্গে। কারণ এই প্রথম প্রথম সারির কোনও ব্র্যান্ড ভারতে 10,000mAh ব্যাটারির স্মার্টফোন আনতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন ফোনটির ডিজাইন প্রকাশ করেছে রিয়েলমি। Realme P4 Power 5G নজরকাড়া লুকস এবং তিনটি কালার অপশনে বিক্রি হবে। এছাড়াও, এই স্মার্টফোনের বক্স প্রাইস (MRP), লঞ্চের তারিখ, ও একাধিক স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আসন্ন ফোনে কার্ভড 4D ডিসপ্লে, জল ও ধুলো প্রতিরোধী ফ্রেম, HyperVision AI চিপ, এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি থাকবে। চলুন দেখে নিই আর কী কী চমক থাকছে।
রিয়েলমি পি4 পাওয়ার 5G-এর ডিজাইনকে ট্রান্সভিউ ডিজাইন হিসেবে বর্ণনা করেছে কোম্পানি। হ্যান্ডসেটটি ট্রান্সসিলভার, ট্রান্সঅরেঞ্জ, এবং ট্রান্সব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে। স্মার্টফোনের ব্যাক প্যানেল দুই আলাদা অংশে বিভক্ত। উপরের অংশে টেক্সচার্ড ফিনিশ রয়েছে এবং সেখানে আয়তকার ক্যামেরা মডিউল অবস্থিত। ভিতরে মোট তিনটি লেন্স (দু'টি বড় + একটি ছোট) ও একটি এলইডি ফ্ল্যাশ আছে।
Realme P4 Power 5G
Photo Credit: Realme
ক্যামেরা মডিলের পাশে একটি আয়তকার প্যানেল রয়েছে, যার মধ্যে হাইপারইমেজ+, ওআইএস ব্র্যান্ডিং, এবং ক্যামেরার অ্যাপারচার উল্লেখ করা আছে। এই অংশের কাছে একটি ছোট "DART" এমব্লেম অবস্থিত। ডিভাইসের নিচের অংশে মসৃণ ম্যাট ফিনিশ রয়েছে। উপরের অংশে ডটেড প্যাটার্ন ও ছোট্ট স্ক্রু-এর-এর মতো অ্যাকসেন্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য।
টেক ব্লগার সঞ্জু চৌধুরি Realme P4 Power 5G এর স্পেসিফিকেশন এবং এমআরপি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি অনুসারে, এই স্মার্টফোন জানুয়ারি 29 লঞ্চ হবে। এতে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি চলবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে।
অন্য দিকে, সেলফি ও ভিডিও কল করার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমির নতুন ফোন 10,001mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, তিনটি মেজর OS আপগ্রেড, ও চার বছর সিকিউরিটি আপডেটের সাথে আসবে।
ফোনের বক্স প্রাইস 37,999 টাকা লেখা আছে। যেহেতু স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি রাখা হয়, তাই প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে। এছাড়াও, ব্যাঙ্ক ডিসকাউন্ট-সহ একাধিক অফার দিয়ে দাম আরও কমিয়ে আনতে পারে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Asus Reportedly Halts Smartphone Launches ‘Temporarily’ to Focus on AI Robots, Smart Glasses