10,000mA+ ব্যাটারি থাকা সত্ত্বেও Realme P4 Power 5G এর ওজন 218 গ্রাম।
Photo Credit: Realme
Realme P4 Power 5G will be backed by a 10,001mAh Titan Battery
বর্তমানে Realme P4 Power 5G নিয়ে প্রত্যাশা তুঙ্গে। কারণ এটি আগামীকাল (জানুয়ারি 29) ভারতে লঞ্চ হচ্ছে। স্মার্টফোনটি দেশের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত মোবাইল ফোন। প্রথম সারির ব্র্যান্ডদের মধ্যে রিয়েলমি সর্বপ্রথম যারা 10,000mA+ ব্যাটারি-সহ ফোন বাজারে আনছে। শুনলে চমকে যাবেন, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটির ওজন 218 গ্রাম। ডিজাইনও নজর কাড়বে। Realme P4 Power 5G এর ব্যাক প্যানেল দুই রকমের টেক্সচার আছে। ফোনটিতে কার্ভড 4D ডিসপ্লে, IP68 + IP69 জল এবং ধুলোরোধী ফ্রেম, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, ও HyperVision AI চিপ মিলবে। চলুন দেখে নিই আগামীকাল লঞ্চ হতে চলা এই ফোনে আর কী কী বিশেষত্ব থাকছে।
Realme P4 Power 5G এর 10,000mAh টাইটান ব্যাটারি নেক্সট জেনারেশন সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এটি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত। এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। সি-প্যাক প্রোটেকশন ডিজাইন ব্যাটারিকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যাটারিতে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে।
সংস্থা দাবি করছে, চার বছর পর রিয়েলমি পি4 পাওয়ার 5G এর ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশের নিচে নামলে সেটি বিনামূল্যে পাল্টে দেওয়া হবে। এটি একবার চার্জ দিলে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। আবার টানা 11.67 ঘন্টা BGMI খেলা যাবে। পাশাপাশি চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলতে পারবেন।
Realme P4 Power 5G চলবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে যুক্ত থাকবে। ফোনে 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি তিনটি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
রিয়েলমির আসন্ন 10,001mAh ব্যাটারির ফোনে 6.78 ইঞ্চি 4D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এটি ট্রান্সসিলভার, ট্রান্সঅরেঞ্জ, ও ট্রান্সব্লু রঙে বিক্রি হবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের অংশে টেক্সচার্ড ফিনিশ, ডটেড প্যাটার্ন ও ছোট্ট স্ক্রু-এর মতো অ্যাকসেন্ট রয়েছে। ক্যামেরা ডেকোর ভিতরে এলইডি ফ্ল্যাশ-সহ দু'টি বড় ও একটি ছোট লেন্স বর্তমান।
ক্যামেরা মডিলের পাশে অবস্থিত আয়তকার প্যানেলের ভিতরে হাইপারইমেজ+, OIS ব্র্যান্ডিং, ও ক্যামেরার ফ্রেম অ্যাপারচার উল্লেখ আছে। নিচের অংশে মসৃণ ম্যাট ফিনিশ লক্ষ্য করা যায়। ফাঁস হওয়া ছবিতে ফোনের বক্সের গায়ে 37,999 টাকা এমআরপি লেখা দেখা গিয়েছে। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য কম হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন