Realme 16 Pro লাইনআপের পুরো দাম, র্যাম, এবং স্টোরেজ অপশন ফাঁস হয়েছে।
Photo Credit: Realme
Realme 16 Pro series will carry a LumaColor Image-powered triple rear camera unit
Realme 16 Pro সিরিজ ভারতে জানুয়ারি 6 আসতে চলেছে। এই লাইনআপের অধীনে দু'টি স্মার্টফোন লঞ্চ হবে — Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G। রিয়েলমি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনগুলির ডিজাইন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এনেছে। তবে স্মার্টফোনগুলোর দাম সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ হয়নি। পূর্বে Realme 16 Pro+ 5G মডেলটির রিটেল বক্স প্রাইস অনলাইনে ফাঁস হয়েছিল, যেখান থেকে সম্ভাব্য বিক্রয়মূল্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর এখন Realme 16 Pro লাইনআপের পুরো দাম সামনে এসেছে। পাশাপাশি উভয় হ্যান্ডসেটের র্যাম ও স্টোরেজ অপশন ফাঁস হয়েছে।
টেক ব্লগার পারস গুগলানি আসন্ন Realme 16 Pro লাইনআপের দাম ফাঁস করেছেন। তাঁর দাবি, স্ট্যান্ডার্ড Realme 16 Pro 5G মডেলের দাম 31,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ মিলবে। এছাড়াও, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 33,999 টাকা ও 36,999 টাকা রাখতে পারে রিয়েলমি।
অন্য দিকে, টপ মডেল Realme 16 Pro+ 5G এর দাম 39,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ মিলবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 41,999 টাকা এবং 44,999 টাকা রাখা হতে পারে। অফলাইনে অগ্রিম বুকিং করলে 7,999 টাকা দামের ব্যাকপ্যাক সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G নতুন 'আরবান ওয়াইল্ড' ডিজাইন ফিলোজফি অনুসরণ করে বাজারে আসছে। ফোনগুলির জন্য জাপানের বিখ্যাত ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সঙ্গে হাত মিলিয়েছে রিয়েলমি। কালার অপশনের মধ্যে রয়েছে ক্যামেলিয়া পিঙ্ক, মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ও অর্কিড পার্পল। Pro+ ভ্যারিয়েন্টে 6,500 নিট পিক ব্রাইটনেস, 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও Netflix HDR কনটেন্ট সাপোর্ট থাকবে।
Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 7,000mAh টাইটান ব্যাটারি থাকবে। ফোনগুলি লুমাকালার ইমেজিং প্রযুক্তি, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 200 মেগাপিক্সেল পোট্রেট মাস্টার প্রাইমারি ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, Realme 16 Pro 5G রান করবে MediaTek Dimensity 7300 Max 5G প্রসেসরে। Realme 16 Pro+ 5G আরও উন্নত Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Year 2026 Scam Alert: This WhatsApp Greeting Could Wipe Your Bank Account