Realme P4 Power 5G ভারতে 10,001 ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Realme
Realme P4 Power 5G comes with India's biggest 10,001mAh battery
Realme P4 Power 5G আজ ভারতের সবথেকে বড় ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। এটি দেশের প্রথম 10,001 ব্যাটারি যুক্ত স্মার্টফোন। জনপ্রিয় সংস্থাগুলোর মধ্যে রিয়েলমি প্রথম 10,000mAh+ ব্যাটারি দিয়ে মোবাইল ফোন বাজারে এনেছে। সংস্থা দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি 39 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। তবে শুধু ব্যাটারি নয়, নতুন ফোনের ডিজাইন ও ফিচার্সও চমকে ভরা। Realme P4 Power 5G এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কার্ভড ডিসপ্লে, IP66 + IP8 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, HyperVision AI চিপ, 80W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, VC কুলিং সিস্টেম, ইত্যাদি।
রিয়েলমি পি4 পাওয়ার 5G এর মুখ্য আকর্ষণ হল 10,001mAh টাইটান ব্যাটারি, যা নেক্সট জেনারেশন সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এটি ডুয়াল-লেয়ার কোটিং প্রসেসে নির্মিত। এর ফলে পাওয়ার ডেলিভারি আরও এফিশিয়েন্ট হবে। ব্যাটারি 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সমর্থন করে। এটি 36 মিনিটে 0-50 শতাংশ চার্জ হয়ে যাবে। 5 মিনিটের চার্জে 3.9 ঘন্টা ইউটিউব দেখার মতো ব্যাকআপ মিলবে।
রিয়েলমি দাবি করছে, ব্যাটারি 8 বছর পাল্টানোর প্রয়োজন হবে না। যেখানে অন্য ফোনে 4 বছর পরেই রিপ্লেসমেন্টের দরকার হয়। শুনলে অবাক হবেন, বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসের ওজন 218 গ্রাম। একবার চার্জ দিলে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। টানা 11.67 ঘন্টা BGMI খেলা যাবে। আবার 5 মিনিটের চার্জে প্রায় 3.5 ঘন্টা ফোনে কলে কথা বলতে পারবেন।
Realme P4 Power 5G এর সামনে 6.78 ইঞ্চি 4D কার্ভড+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করবে। ফোনটি চলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনের সাথে যুক্ত।
রিয়েলমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট দেবে।
Realme P4 Power 5G এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা রাখা হয়েছে। টপ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,999 টাকা। কোম্পানি 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফোনটি ট্রান্সঅরেঞ্জ, ট্রান্সব্লু, এবং ট্রান্সসিলভার রঙে বিক্রি হবে। ফেব্রুয়ারি 5 থেকে ফ্লিপকার্ট, রিয়েলমির ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Reports Declining Gaming Revenue, Xbox Hardware Sales