Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G তিনটি মেজর Android আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Realme
Realme 16 Pro series boasts a 200-megapixel primary camera
Realme 16 Pro সিরিজ মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে দু'টি মডেল অর্ন্তভুক্ত আছে — Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G। নতুন ফোনগুলির মাধ্যমে মূলত প্রিমিয়াম রেঞ্জের ক্রেতাদের টার্গেট করছে সংস্থা। Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের লুমাকালার মেইন ক্যামেরা, 144Hz রিফ্রেশ রেট, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, 4K ভিডিও রেকর্ডিং, ও IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে। রিয়েলমি জানিয়েছে, তারা তিনটি মেজর Android OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। চলুন Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Realme 16 Pro 5G ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। 12 জিবি + 256 জিবি অপশনের মূল্য 36,999 টাকা। ক্রেতারা নির্বাচিত ক্রেডিট কার্ডে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এর ফলে, দাম যথাক্রমে 28,999 টাকা, 30,999 টাকা, ও 33,999 টাকায় নেমে আসবে। এটি মাস্টার গোল্ড, পেবেল গ্রে, এবং অর্কিড পার্পল রঙের বিকল্পে উপলব্ধ।
অন্য দিকে, Realme 16 Pro+ 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 44,999 টাকা। ক্রেতাদের বাজেটের মধ্যে দাম রাখতে প্রতিটি মডেলে 4,000 টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে রিয়েলমি। এটি মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ও ক্যামেলিয়া পিঙ্ক কালার অপশনে কেনা যাবে। ফোনগুলি জানুয়ারি 9 থেকে ফ্লিপকার্ট, রিয়েলমির ওয়েবসাইট, এবং অফলাইন স্টোরে উপলব্ধ হবে।
প্রথমেই ফটোগ্রাফির প্রসঙ্গে আসা যাক। রিয়েলমি 16 প্রো 5G-এর পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আছে। অন্য দিকে, রিয়েলমি 16 প্রো+ 5G ট্রিপল ব্যাক ক্যামেরা পেয়েছে — 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা + 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (3.5x) + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Realme 16 Pro সিরিজের দুই মডেলেই অ্যামোলেড ডিসপ্লে আছে। তবে Realme 16 Pro+ 5G-তে 6.80 ইঞ্চি কার্ভড ডিসপ্লে থাকলেও, 16 Pro 5G মডেলে 6.78 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে আছে৷ ফোনগুলি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস অফার করে। Realme 16 Pro+ 5G রান করে Snapdragon 7 Gen 4 প্রসেসরে, যেখানে অন্য মডেলে Dimensity 7300 Max চিপসেট ব্যবহার করা হয়েছে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন