ভারতে লঞ্চ হলো ANC, IP57 রেটিং সহ Samsung Galaxy Buds3 এবং Buds 3 Pro। মাত্র 14,999 টাকা থেকে শুরু।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 12:55 IST
হাইলাইট
  • ANC এর সাথে যুক্ত। ব্লেড লাইট স্মার্ট swipe সিস্টেম আছে।
  • Best স্টাইল best ডিজাইন।
  • Language translation করা যায়।

Photo Credit: Gadgets 360

প্যারিসের একটি ইভেন্টে Galaxy Bud 3  এবং Galaxy সিরিজ এর Galaxy Ring ও Galaxy watch 7 আনপ্যাক করা হয়েছে। Galaxy bud 3 সিরিজ নতুন কিছু  ফিচার দ্বারা তৈরী, যা দৈনন্দিন জীবনে নতুন প্রজন্ম কে আরও স্মার্ট করে তুলেছে। যেমন  এটি Galaxy Al র সঙ্গে যুক্ত। আবার যেমন যে কোনো সময় ,যে কোনো ভাষা, যে কোনো জায়গায় ট্রান্সলেশন করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে,, বিশেষ করে বিদেশী ভাষার ক্ষেত্রে।
ব্যবহারকারীরা নিজের ভয়েস কমান্ড দ্বারা, নিজের মতো buds টিকে কন্ট্রোল করতে পারবে, যেনম কোনরকম ভাবে স্মার্ট ফোন টাচ্ করা ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে গান  চালাতে পারবে। ANC মাইক্রোফোনের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক শব্দের সাউন্ড কোয়ালিটিকে কন্ট্রোল করে। এর মাধ্যমে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অ্যাডাপটিভ নয়েজ কন্ট্রোল, সাইরেন ডিটেক্ট এবং ভয়েস ডিটেক্ট করতে পারা যাবে।

স্টাইল এবং কমফোর্ট এর কথা মাথায় রেখেই এই buds তৈরী করা হয়েছে। যা নানা রকমের মডার্ন সুবিধা দিচ্ছে। Buds টিকে নিয়ন্ত্রণের করার জন্য ব্লেড লাইট সহ pinch ও Swipe এর সুবিধা আছে। Galaxy Bud 3series দুই রকমের ডিজাইন অফার করে 1* BUD 3 Pro (ইমারসিভ সাউন্ড যুক্ত ক্যানাল টাইপ)

2* BUDS 3-ওপেন টাইপস buds।এটি একটি ক্লাসি প্রোডাক্ট নতুন জেনারেশনের জন্য 

Sound quality: Galaxy Buds3 Pro ডুয়াল অ্যামপ্লিফায়ার সহ উচ্চ মানের অডিও দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চ মানের রেজোলিউশন দ্বারা প্লে ব্যাক সাউন্ড ব্যাবহার করা হয়েছে। সুপার-ওয়াইড ব্যান্ড কল নিযুক্ত করা হয়েছে,, যেটি পরিবেশের স্যাথে সামঞ্জস্য রেখে উচ্চ-মানের ভয়েস কল নিশ্চিত করে।

Battery capacity:

ANC- র সাথে নিযুক্ত হওয়ার জন্য এটি total 24 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 18 ঘন্টা কথা বলার জন্য ব্যাটারী চার্জ থাকে।অন্যদিকে Buds 3 Pro তে কথা বলার জন্য 20 ঘন্টা এবং 26 ঘন্টা মিউজিক প্লেব্যাক এর জন্য সময় ধার্য করা হয়েছে।

Buds3 এবং Buds3 Pro উভয়েই IP57 water resistance  আছে (শুধু ইয়ারবাড)।কোম্পানীর কথা অনুযায়ী প্যাকেজিংয়ের জন্য 100% পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি সিলভার এবং রঙে পাওয়া যাচ্ছে।


দাম এবং বিবরণ: 

Buds3-14999 টাকা এবং Buds 3 Pro-19999 টাকা।যে কোনো কাস্টমার Buds3 প্রি বুকিং করতে পারবেন। প্রি বুকিং করলে ক্যাশব্যাক পাবেন 4,000 টাকা বা একটি আপগ্রেড বোনাস 4,000 টাকা। Buds3 Pro তে মাল্টি-ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার আছে যেমন 5,000 টাকা বা এবং আপগ্রেড বোনাস 5,000 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা
  2. স্মার্ট গ্যাজেটের নতুন যুগলবন্দী, Google আনল Pixel Watch 4 ও Pixel Buds 2
  3. Google Pixel 10 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, দাম ও ফিচার্স শুনলে আইফোন ভুলে যাবেন
  4. গুগলের সবচেয়ে উন্নত ও দামি স্মার্টফোন Google Pixel 10 Pro Fold বাজারে এল
  5. Realme P4 সিরিজ কম দামে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. লঞ্চের আগেই ফাঁস Xiaomi 15T সিরিজের দাম, থাকবে 50+50+13MP ট্রিপল ক্যামেরা
  7. নজর গোটা বিশ্বের, আজ Google এর হাই ভোল্টেজ লঞ্চ, Pixel 10 সিরিজের সঙ্গে আর কী আসবে দেখে নিন
  8. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  9. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  10. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.