Samsung কোম্পানীর সম্পূর্ণ নতুন গ্যাজেটস।
Photo Credit: Gadgets 360
প্যারিসের একটি ইভেন্টে Galaxy Bud 3 এবং Galaxy সিরিজ এর Galaxy Ring ও Galaxy watch 7 আনপ্যাক করা হয়েছে। Galaxy bud 3 সিরিজ নতুন কিছু ফিচার দ্বারা তৈরী, যা দৈনন্দিন জীবনে নতুন প্রজন্ম কে আরও স্মার্ট করে তুলেছে। যেমন এটি Galaxy Al র সঙ্গে যুক্ত। আবার যেমন যে কোনো সময় ,যে কোনো ভাষা, যে কোনো জায়গায় ট্রান্সলেশন করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে,, বিশেষ করে বিদেশী ভাষার ক্ষেত্রে।
ব্যবহারকারীরা নিজের ভয়েস কমান্ড দ্বারা, নিজের মতো buds টিকে কন্ট্রোল করতে পারবে, যেনম কোনরকম ভাবে স্মার্ট ফোন টাচ্ করা ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে গান চালাতে পারবে। ANC মাইক্রোফোনের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক শব্দের সাউন্ড কোয়ালিটিকে কন্ট্রোল করে। এর মাধ্যমে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অ্যাডাপটিভ নয়েজ কন্ট্রোল, সাইরেন ডিটেক্ট এবং ভয়েস ডিটেক্ট করতে পারা যাবে।
স্টাইল এবং কমফোর্ট এর কথা মাথায় রেখেই এই buds তৈরী করা হয়েছে। যা নানা রকমের মডার্ন সুবিধা দিচ্ছে। Buds টিকে নিয়ন্ত্রণের করার জন্য ব্লেড লাইট সহ pinch ও Swipe এর সুবিধা আছে। Galaxy Bud 3series দুই রকমের ডিজাইন অফার করে 1* BUD 3 Pro (ইমারসিভ সাউন্ড যুক্ত ক্যানাল টাইপ)
2* BUDS 3-ওপেন টাইপস buds।এটি একটি ক্লাসি প্রোডাক্ট নতুন জেনারেশনের জন্য
Sound quality: Galaxy Buds3 Pro ডুয়াল অ্যামপ্লিফায়ার সহ উচ্চ মানের অডিও দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চ মানের রেজোলিউশন দ্বারা প্লে ব্যাক সাউন্ড ব্যাবহার করা হয়েছে। সুপার-ওয়াইড ব্যান্ড কল নিযুক্ত করা হয়েছে,, যেটি পরিবেশের স্যাথে সামঞ্জস্য রেখে উচ্চ-মানের ভয়েস কল নিশ্চিত করে।
ANC- র সাথে নিযুক্ত হওয়ার জন্য এটি total 24 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 18 ঘন্টা কথা বলার জন্য ব্যাটারী চার্জ থাকে।অন্যদিকে Buds 3 Pro তে কথা বলার জন্য 20 ঘন্টা এবং 26 ঘন্টা মিউজিক প্লেব্যাক এর জন্য সময় ধার্য করা হয়েছে।
Buds3 এবং Buds3 Pro উভয়েই IP57 water resistance আছে (শুধু ইয়ারবাড)।কোম্পানীর কথা অনুযায়ী প্যাকেজিংয়ের জন্য 100% পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি সিলভার এবং রঙে পাওয়া যাচ্ছে।
Buds3-14999 টাকা এবং Buds 3 Pro-19999 টাকা।যে কোনো কাস্টমার Buds3 প্রি বুকিং করতে পারবেন। প্রি বুকিং করলে ক্যাশব্যাক পাবেন 4,000 টাকা বা একটি আপগ্রেড বোনাস 4,000 টাকা। Buds3 Pro তে মাল্টি-ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার আছে যেমন 5,000 টাকা বা এবং আপগ্রেড বোনাস 5,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development