ভারতে লঞ্চ হলো ANC, IP57 রেটিং সহ Samsung Galaxy Buds3 এবং Buds 3 Pro। মাত্র 14,999 টাকা থেকে শুরু।

ভারতে লঞ্চ হলো ANC, IP57 রেটিং সহ Samsung Galaxy Buds3 এবং Buds 3 Pro। মাত্র 14,999 টাকা থেকে শুরু।

Photo Credit: Gadgets 360

হাইলাইট
  • ANC এর সাথে যুক্ত। ব্লেড লাইট স্মার্ট swipe সিস্টেম আছে।
  • Best স্টাইল best ডিজাইন।
  • Language translation করা যায়।
বিজ্ঞাপন

প্যারিসের একটি ইভেন্টে Galaxy Bud 3  এবং Galaxy সিরিজ এর Galaxy Ring ও Galaxy watch 7 আনপ্যাক করা হয়েছে। Galaxy bud 3 সিরিজ নতুন কিছু  ফিচার দ্বারা তৈরী, যা দৈনন্দিন জীবনে নতুন প্রজন্ম কে আরও স্মার্ট করে তুলেছে। যেমন  এটি Galaxy Al র সঙ্গে যুক্ত। আবার যেমন যে কোনো সময় ,যে কোনো ভাষা, যে কোনো জায়গায় ট্রান্সলেশন করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে,, বিশেষ করে বিদেশী ভাষার ক্ষেত্রে।
ব্যবহারকারীরা নিজের ভয়েস কমান্ড দ্বারা, নিজের মতো buds টিকে কন্ট্রোল করতে পারবে, যেনম কোনরকম ভাবে স্মার্ট ফোন টাচ্ করা ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে গান  চালাতে পারবে। ANC মাইক্রোফোনের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক শব্দের সাউন্ড কোয়ালিটিকে কন্ট্রোল করে। এর মাধ্যমে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অ্যাডাপটিভ নয়েজ কন্ট্রোল, সাইরেন ডিটেক্ট এবং ভয়েস ডিটেক্ট করতে পারা যাবে।

স্টাইল এবং কমফোর্ট এর কথা মাথায় রেখেই এই buds তৈরী করা হয়েছে। যা নানা রকমের মডার্ন সুবিধা দিচ্ছে। Buds টিকে নিয়ন্ত্রণের করার জন্য ব্লেড লাইট সহ pinch ও Swipe এর সুবিধা আছে। Galaxy Bud 3series দুই রকমের ডিজাইন অফার করে 1* BUD 3 Pro (ইমারসিভ সাউন্ড যুক্ত ক্যানাল টাইপ)

2* BUDS 3-ওপেন টাইপস buds।এটি একটি ক্লাসি প্রোডাক্ট নতুন জেনারেশনের জন্য 

Sound quality: Galaxy Buds3 Pro ডুয়াল অ্যামপ্লিফায়ার সহ উচ্চ মানের অডিও দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চ মানের রেজোলিউশন দ্বারা প্লে ব্যাক সাউন্ড ব্যাবহার করা হয়েছে। সুপার-ওয়াইড ব্যান্ড কল নিযুক্ত করা হয়েছে,, যেটি পরিবেশের স্যাথে সামঞ্জস্য রেখে উচ্চ-মানের ভয়েস কল নিশ্চিত করে।

Battery capacity:

ANC- র সাথে নিযুক্ত হওয়ার জন্য এটি total 24 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 18 ঘন্টা কথা বলার জন্য ব্যাটারী চার্জ থাকে।অন্যদিকে Buds 3 Pro তে কথা বলার জন্য 20 ঘন্টা এবং 26 ঘন্টা মিউজিক প্লেব্যাক এর জন্য সময় ধার্য করা হয়েছে।

Buds3 এবং Buds3 Pro উভয়েই IP57 water resistance  আছে (শুধু ইয়ারবাড)।কোম্পানীর কথা অনুযায়ী প্যাকেজিংয়ের জন্য 100% পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি সিলভার এবং রঙে পাওয়া যাচ্ছে।


দাম এবং বিবরণ: 

Buds3-14999 টাকা এবং Buds 3 Pro-19999 টাকা।যে কোনো কাস্টমার Buds3 প্রি বুকিং করতে পারবেন। প্রি বুকিং করলে ক্যাশব্যাক পাবেন 4,000 টাকা বা একটি আপগ্রেড বোনাস 4,000 টাকা। Buds3 Pro তে মাল্টি-ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার আছে যেমন 5,000 টাকা বা এবং আপগ্রেড বোনাস 5,000 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. উৎসাহিত দর্শকদের জন্য জিও নিয়ে এলো JioHotstar-এ একটি নতুন ক্রিকেট ডেটা প্যাক
  2. প্রেক্ষাগৃহের পর এবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে Sankranthiki Vasthunnam
  3. টিজ করা হলো Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G-হ্যান্ডসেটগুলির ডিজাইন
  4. লঞ্চের আগেই বলা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারগুলোর সাথে আসতে চলেছে Infinix Note 50 সিরিজটি
  5. Oppo লঞ্চ করলো বইয়ের মত একটি ফোল্ডবল স্মার্টফোন-Oppo Find N5
  6. ছোটো ব্যবসায়ীদের সুবিধার্থে লঞ্চ করা হয়েছে সোলার প্যানেল দ্বারা চালিত Paytm Solar Soundbox
  7. অ্যাপেল কোম্পানির iPhone 16 সিরিজের অংশ হিসেবে উন্মোচিত হয়েছে এক নতুন মডেল iPhone 16e
  8. প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অতি প্রত্যাশিত মোহনলাল এবং শোবানা অভিনীত সিনেমা Thudarum
  9. Wear OS 5-এর সাথে সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে OnePlus Watch 3
  10. পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে Nothing কোম্পানির নতুন Nothing Phone 3a Series
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »