ভারতে Mi TV 4A আর Mi TV 4C Pro টিভির দাম কমেছে। মঙ্গলবার এই ঘোষণা করেছে Xiaomi। সম্প্রতি 32 ইঞ্চি টিভিতে GST 28 শতাংশ থেকে কমে 18 শতাংশ করেছিল কেন্দ্র। এর পরেই 32 ইঞ্চি টিভির দাম কমালো চিনের কোম্পানিটি। Mi TV 4A 32 এর দাম 1,500 টাকা আর Mi TV 4C Pro 32 এর দাম 2,000 টাকা কমেছে। সম্প্রতি ডিলারের তুলনায় টাকার দাম সামান্য বাড়ার কারনে Mi LED TV 4A Pro 49 এর দাম কমেছে 1,000 টাকা।
আরও পড়ুন: সাবধান Jio! প্রিপেডে আরও বেশি সুবিধা দিচ্ছে BSNL
দাম কমার পরে Mi TV 4A 32 কিনতে 12,499 টাকা খরচ হবে। Mi TV 4C Pro 32 এর দাম কমে হয়েছে 13,999 টাকা। ইতিমধ্যেই নতুন দামে Mi TV 4A 32 আর Mi TV 4C Pro 32 বিক্রি শুরু হয়েছে।
সম্প্রতি 32 ইঞ্চি LED টিভির উপরে 28 শতাংশ থেকে GST কমিয়ে 18 শতাংশ করেছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ল টিভিতে। এক মাস আগে Mi TV 4C Pro 32 আর Mi TV 4C Pro 49 টিভির দাম যথাক্রমে 1,000 টাকা ও 2,000 বাড়িয়েছিল Xaiomi।
আরও পড়ুন: Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?
দুটি 32 ইঞ্চি টিভির সাথেই একটি 49 ইঞ্চি টিভির দাম কমিয়েছে Xiaomi। 31,999 টাকা থেকে কমে Mi TV 4A Pro 49 কিনতে 30,999 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন