গ্রাহক অতিরিক্ত টকটাইম আর 4GB পর্যন্ত অতিরিক্ত ডাটা পাবেন। 252 টাকা, 402 টাকা, 175 টাকা আর 219 টাকার স্পেশাল রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।
Jio –র সাথে প্রতিযোগিতায় নতুন কম্বো অফার লঞ্চ করল BSNL
টেলিকম বাজারে Jio –র সাথে প্রতিযোগিতায় নতুন কম্বো অফার লঞ্চ করল BSNL। নতুন অফারে আপাতত নির্বাচিত কিছু গ্রাহক অতিরিক্ত টকটাইম আর 4GB পর্যন্ত অতিরিক্ত ডাটা পাবেন। 252 টাকা, 402 টাকা, 175 টাকা আর 219 টাকার স্পেশাল রিচার্জে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। এছাড়াও কোম্পানির নতুন ‘My BSNL' অ্যাপ ইনস্টল করলে গ্রাহকদের বিনামূল্যে 1GB ডাটা দিচ্ছে কোম্পানি। 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার বৈধ থাকবে।
আরও পড়ুন: আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp!
252 টাকা রিচার্জে 30 দিন বৈধতার সাথে থাকছে 350 টাকা টকটাইম আর 2GB ডাটা। তবে 402 টাকা রিচার্জে 600 টাকা টকটাইমের সাথে 4GB ডাটা পাওয়া যাবে।
আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio
ডাটা ব্যবহার না করলে 175 টাকা ও 219 টাকা রিচার্জে যথাক্রমে 200 টাকা ও 250 টাকা টকটাইম পাবেন গ্রাহক। দুটি প্ল্যানের বৈধতা 60 দিন।
21 জানুয়ারি পর্যন্ত 152 টাকা, 252 টাকা আর 402 টাকা রিচার্জ করা যাবে। তবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত রিচার্জ করা যাবে 175 টাকা আর 219 টাকা প্ল্যান।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবনে।
এছাড়াও Android গ্রাহকরা নিজের স্মার্টফোনে ‘My BSNL' অ্যাপ ডাউনলোড করলে 1GB ডাটা বিনামূল্যে পাবেন। 31 ডিসেম্বরের আগে নতুন অ্যাপ ডাউনলোড করলে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date