ChatGPT GO হল OpenAI এর সবচেয়ে সস্তা সাবস্ক্রিপশন প্ল্যান
Photo Credit: Unsplash/Solen Feyissa
ভারত আমাদের বৃহত্তম বাজার হয়ে উঠতে পারে। GPT 5 লঞ্চের পর এমনই মন্তব্য করেছিলেন OpenAI এর CEO স্যাম অল্টম্যান। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় বিপুল সম্ভাবনা আঁচ করে বড় চমক নিয়ে হাজির হল মার্কিন সংস্থাটি। OpenAI ভারতীয় ব্যবহারকারীদের জন্য তাদের সবচেয়ে সস্তা সাবস্ক্রিপশন প্ল্যানের ঘোষণা করেছে। ChatGPT GO নামের নতুন প্ল্যানটি পঞ্চম প্রজন্মের GPT 5 AI মডেলের প্রিমিয়াম ফিচারগুলির অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি একাধিক সুবিধা প্রদান করবে, যেগুলি ফ্রি প্ল্যানে উপলব্ধ নেই। Plus বা Pro প্ল্যানের খরচ বেশি বলে নিতে চান না, অথচ ফ্রি ভার্সনে কাজ মিটছে না, তাঁদের জন্য এই সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন কার্যকরী হতে পারে।
ওপেনএআই-এর ভাইস প্রেসিডেন্ট ও হেড নিক টার্লি তাঁর এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, আমরা ভারতে চ্যাটজিপিটি গো চালু করেছি। এটি এক নয়া সাবস্ক্রিপশন টিয়ার, যা ব্যবহারকারীদের আমাদের সবচেয়ে জনপ্রিয় ফিচার্সে আরও বেশি অ্যাক্সেস দেয়: ফ্রি টিয়ারের তুলনায় 10 গুণ বেশি মেসেজ লিমিট, 10 গুণ বেশি ইমেজ জেনারেশন, 10 গুণ বেশি ফাইল আপলোড এবং দ্বিগুণ দীর্ঘ মেমরি। আর সবকিছুই মাত্র 399 টাকায়।
সংক্ষেপে, মাসে মাসে মাত্র 399 টাকা খরচ করে আপনি চ্যাটজিপিটিকে বেশি প্রশ্ন করতে পারবেন, প্রচুর AI ছবি বানাতে পারবেন, বেশি ফাইল আপলোড করে বিশ্লেষণ করতে পারবেন। পাশাপাশি ডাবল মেমরি পাবেন। উল্লেখ্য, এতদিন চ্যাটজিপিটির সর্বনিম্ন প্ল্যান ছিল মাসিক 1,999 টাকার। ব্যবহারকারীরা যে কোনও UPI অ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশনের জন্য অর্থ প্রদান করতে পারবেন, যা প্রতি মাসে বিল করা হবে।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি গো সাবস্ক্রাইবাররা ফ্রি প্ল্যানে থাকা সব সুবিধার পাশাপাশি আরও কিছু প্রিমিয়াম ফিচারের বাড়তি সুবিধা পাবেন। সেগুলো হল—
1. OpenAI–এর সর্বাধুনিক GPT-5 মডেলে বাড়তি অ্যাক্সেস
2. AI টুল ব্যবহার করে ইমেজ জেনারেশন-এর বাড়তি সুযোগ
3. নিজের ওয়ার্ক ডকুমেন্ট, স্প্রেডশিট এবং অন্যান্য ফাইল বিশ্লেষণ করার সুবিধা
4. পাইথন টুল ব্যবহার করে ডেটা এক্সপ্লোরেশন ও সমস্যার সমাধান করার সুযোগ
5. আরও বেশি মেমোরি, যাতে ব্যক্তিগতকৃত কথোপকথন চালিয়ে যাওয়া যায় এবং প্রসঙ্গ ধরে রাখা যায়
6 কাস্টম জিপিটি ব্যবহার করার পাশাপাশি নিজের মতো করে AI টুল তৈরি করার সুযোগ
চ্যাটজিপিটি গো প্রথম ভারতেই চালু হয়েছে। ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য এই প্ল্যানটি উপলব্ধ করা হচ্ছে। আপনিও নিতে চাইলে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
1. ChatGPT ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ খুলুন
2. আপনার ইমেল আইডি বা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন
3. প্রোফাইল আইকনে ক্লিক করুন
4. Upgrade Plan অপশনে ক্লিক করুন
5. Try Go সিলেক্ট করুন
গ্রাহকরা ChatGPT মোবাইল অ্যাপ এবং WhatsApp-এ 1-800-ChatGPT-এর মাধ্যমে নতুন প্ল্যানের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। তবে API ব্যবহার এই নতুন সাবস্ক্রিপশনের বাইরেও থাকবে এবং আলাদাভাবে বিল করা হবে।
OpenAI তাদের চ্যাটজিপিটি গো প্ল্যানের জন্য স্থানীয় পেমেন্ট পদ্ধতি চালু করেছে। ব্যবহারকারীরা ডলারের পরিবর্তে ভারতীয় টাকায় ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সাবস্ক্রিপশন মাসিক বিল করা হয় এবং ব্যবহারকারীরা যে কোনো সময় বাতিল করতে পারে। তবে মনে রাখবেন, গো সাবস্ক্রিপশনে Sora AI ভিডিয়ো জেনারেটর, Codex এজেন্ট, বা GPT 4o এর মতো লিগ্যাসি মডেল অন্তর্ভুক্ত থাকবে না। পরিবর্তে, এটি কম খরচে GPT-5 এবং মাল্টিমোডাল ফিচার্সে বাড়তি অ্যাক্সেস দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.