ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন

আজ, মঙ্গলবার, নভেম্বর 4 থেকে ChatGPT Go ভারতে এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন

Photo Credit: Unsplash/Levart Photographer

ChatGPT Go Plan Launched in India on August 22, 2025

হাইলাইট
  • ChatGPT Go প্ল্যানের দাম প্রতি মাসে 399 টাকা
  • এই সাবস্ক্রিপশন আগামী 12 মাসের জন্য সম্পূর্ণ ফ্রি
  • ইউজাররা 10 গুণ বেশি AI ইমেজ তৈরি করতে পারবে
বিজ্ঞাপন

স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের জটিল বিষয় বোঝা থেকে অফিসের ইমেইল লিখতে সাহায্য — ChatGPT এর উপর নির্ভরশীলতা বেড়েই চলেছে আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি, OpenAI এর তৈরি এই AI চ্যাটবট ছাড়া এখন আমাদের দৈনন্দিন জীবন অসম্পূর্ণ। শুনলে খুশি হবেন, আজ, মঙ্গলবার থেকে ChatGPT Go পরিষেবা ভারতে এক বছরের জন্য সম্পূর্ণ নিখরচায় পাওয়া যাবে। চ্যাটজিপিটির এই সাবস্ক্রিপশন প্ল্যানের দাম এমনিতে 399 টাকা/প্রতি মাস (বছরে 4,788 টাকা)। কিন্তু এটি আগামী 12 মাসের জন্য পুরো ফ্রি! সাবস্ক্রিপশন প্ল্যানটি বিনামূল্যে কীভাবে চালু করবেন, তা Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে ধাপে ধাপে বর্ণনা করা হল।

ChatGPT Go বিনামূল্যে পেতে যা লাগবে

ফ্রি সাবস্ক্রিপশন চালু করতে হলে, আপনার কাছে যে সব জিনিস থাকতে হবে:

1. ইন্টারনেট অ্যাক্সেস সহ একটি চালু স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার।
2. একটি ওয়েব ব্রাউজার অথবা চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ।
3. একটি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট, যা না থাকলে নিজের ফোন নম্বর বা সরাসরি গুগল লগইনের মাধ্যমেও তৈরি করা যাবে।

ChatGPT Go ফ্রি প্ল্যান চালু করার পদ্ধতি

1. ব্রাউজারে চ্যাটজিপিটি খুলুন এবং সেই অ্যাকাউন্টে লগ ইন করুন যেটাতে সাবস্ক্রিপশন চান। মোবাইল অ্যাপে এখনও অফার দেখা যায়নি।

2..লগ-ইন করার পর স্ক্রিনে একটি পপ-আপ দেখাবে, "Try Go, Free"। পপ-আপের নিচে Try Go বোতামে ট্যাপ বা ক্লিক করুন।

3.এবার চ্যাটজিপিটি আপনাকে প্রাইসিং পেজে নিয়ে যাবে, যেখানে সমস্ত প্ল্যান দেখতে পাবেন। Go প্ল্যানটি Rs.0 হিসেবে মার্ক করা থাকবে। "Upgrade to Go'" ক্লিক করুন।

4. তারপর পেমেন্ট পেজ খুলে যাবে। সেখানে আপনাকে UPI, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে 0 টাকা পেমেন্ট করতে বলা হবে। এটা মূলত অটোপে সেটআপ করার জন্য। 2026 সালের নভেম্বর আসার আগে মনে করে অটোপে বন্ধ করবেন, নাহলে 399 টাকা কেটে নেওয়া হবে।

5. ব্যাস এটুকুই। আপনার চ্যাটজিপিটি গো প্ল্যান চালু হয়ে গেছে।

চ্যাটজিপিটি গো প্ল্যান কী কী সুবিধা দেয়?

চ্যাটজিপিটি-র বাজেট-ফ্রেন্ডলি গো সাবস্ক্রিপশন ফ্রি ও প্লাস (1,950 টাকা/মাস) প্ল্যানের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছে। যারা বেশি টাকা খরচ করে  প্রিমিয়াম প্ল্যান নিতে চান না, তাদের জন্য এটি উপযুক্ত। এই প্ল্যানে সংস্থার সবচেয়ে সক্ষম AI মডেল GPT 5 এর বর্ধিত অ্যাক্সেস পাওয়া যায়। ফ্রি প্ল্যানের তুলনায় 10 গুণ বেশি বার্তা পাঠানো যায়। 10 গুণ বেশি AI ছবি তৈরি করা যায়। আপনি বিশ্লেষণের জন্য 10 গুণ বেশি ফাইল আপলোড করতে পারবেন।

এছাড়াও, গো প্ল্যানে চ্যাটজিপিটির মেমোরি বা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হবে। সঙ্গে অ্যাডভ্যান্সড ডেটা টুল ব্যবহার করার সুযোগ মিলবে। উল্লেখ্য, গত সপ্তাহে চ্যাটজিপিটির ভাইস প্রেসিডেন্ট ও হেড নিক টার্লি বলেছিলেন, "আমরা ChatGPT Go এক বছরের জন্য ফ্রি করে দিচ্ছি, যাতে ভারতের আরও বেশি মানুষ সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারেন।"

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. Vivo Y500 Pro সস্তায় 200MP ফ্ল্যাগশিপ ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে 10 নভেম্বর লঞ্চ হচ্ছে
  3. ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন
  4. দুর্ধর্ষ ছবি উঠবে এমন ফোন কিনতে চান? 25,000 টাকা সস্তায় মিলছে এই স্মার্টফোন
  5. Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
  6. Oppo Reno 15 সিরিজের তিনটি ফোন ডিসেম্বরে ভারতে আসছে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  7. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
  8. Realme C85 সিরিজ 7,000mAh ব্যাটারি ও 24 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টের সঙ্গে লঞ্চ হল
  9. Vivo Y19s 5G ভারতে লঞ্চ হল 6,000mAh ব্যাটারির সঙ্গে, প্রায় 23 ঘন্টা ইউটিউব দেখা যাবে ফুল চার্জে
  10. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »