ChatGPT Go একাধিক সুবিধা প্রদান করে, যেগুলি বেসিক প্ল্যানে উপলব্ধ নেই। যেমন আপনি ফ্রি প্ল্যানের তুলনায় 10 গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। 10 গুণ বেশি ছবি তৈরি করতে (AI ইমেজ জেনারেশন) পারবেন। 10 গুণ বেশি ফাইল আপলোড করা যাবে। নতুন গো প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতি মাসে 399 টাকা।
ChatGPT GO প্ল্যানে মাসে মাসে মাত্র 399 টাকা খরচ করে আপনি চ্যাটজিপিটিকে বেশি প্রশ্ন করতে পারবেন, প্রচুর AI ছবি বানাতে পারবেন, বেশি ফাইল আপলোড করে বিশ্লেষণ করতে পারবেন। পাশাপাশি ডাবল মেমরি পাবেন।