জনপ্রিয়তায় ধরাছোঁইয়ার বাইরে চল যাচ্ছে PUBG। আর তাই হাত হুটিয়ে বসে নেই PUBG র প্রতিযোগী Fortnite। এতদিন শুধুমাত্র কম্পিউটার থেকেই খেলা যেত এই গেম। মোবাইলের জন্য Fortnite লঞ্চ হল এই গেম ইনস্টলের জন্য অন্য Fortnite খেলোয়াড়ের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া বাধ্যতামূলক ছিল। এবার আমন্ত্রণের ঝামেলা থেকে মুক্তি পেল Fortnite গেম। Epic কোম্পানি Fortniteগেম ডেভেলপ করেছে। Epicএর নিজস্ব ওয়েবসাইট ও Samsung স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে এই গেম। শুধুমাত্র Samsung Galaxy ফোন গ্রাহকরা Samsung স্টোর থেকে এই গেম ডাউনলোড করতে পারবেন। তবে এখনো Play Store এ পৌঁছায়নি Fortnite। নতুন এই গেমের সাইজ মাত্র 4MB হলেও গেম অন্সটল করার পরে 1.88GB ডাটা ডাউনলোড করলে তবেই মোবাইলে Fortnite খেলা যাবে।
মোবাইলে Fortnite খেলার জন্য যা প্রয়োজনীয়
কোম্পানি জানিয়েছে এখনই Google Play Store থেকে Fortniteডাউনলোড করা যাবে না। এর পরিরর্তে Samsung Store থেকেই ডাউনলোড করা যবে এই গেম। Epicএর তরফ থেকে জানানো হয়েছে ওপেন প্ল্যাটফর্মে বিশ্বাসী নন তাঁরা। সেই কারনেই Play Store থেকে গেম ডাউনলোড করায় বিশেষ আগ্রগী নয় কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন