Fiverr থেকে প্রফেশানাল খেলোয়াড়দের কাছ থেকে PUBG ও Fortnite খেলার টোটকা পাওয়া যাবে।
অনলাইন ব্যাটেল রয়্যাল গেমের বিশাল সাফল্যকে সামনে রেখে নতুন পরিষেবা শুরু করল Fiverr International। এবার Fiverr থেকে প্রফেশানাল খেলোয়াড়দের কাছ থেকে PUBG ও Fortnite খেলার টোটকা পাওয়া যাবে।
সম্প্রতি একটি অনলাইন স্টোরের সুচনা করেছে Fiverr। সেখানে PUBG সহ অন্যান্য গেম খেলার স্পেশান স্কিল সেখাবেন প্রফেশানাল খেলোয়াড়রা।
ইতিমধ্যেই বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয় হয়েছে দুই অনলাইন ব্যাটেল রয়্যাল গেম PUBG আর Fortnite। এই দুই গেমেই 100 জন খেলোয়াড়কে একটি দ্বীপের মধ্যে ফেলে দেওয়া হয়। সেখানে যে শেষ পর্যন্ত বেঁচে থাকবেন তিনিই বিজয়ী।
মাত্র 5 ডলার খরচ করে প্রফেশানালদের কাছ থেকে কোথায় নামলে গেম খেলতে সুবিধা গয়, কোথায় বেশি অস্ত্র পাওয়া যায় এই ধরনের তথ্য জানা যাবে।
2010 সালে Fiverr প্ল্যাটফর্মের সুচনা হয়েছিল। এখানে বিভিন্ন জগতের প্রফেশনলদের কাছ থেকে সহজেই বিভিন্ন বিষয়ে সহজ টোটকা পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut