ভারতের মোবাইল গ্রাহকদের জন্য বিশেষ কম দামের প্ল্যান নিয়ে আসছে Netflix। বুধবার এই কথা জানিয়েছে মার্কিন স্ট্রিমিং কোম্পানিটি। মাসে মাত্র 250 টাকায় ভারতে আসতে চলেছে নতুন এই প্ল্যান। শুধুমাত্র মোবাইল থেকে এই প্ল্যান ব্যবহার করা যাবে। ভারতে মোবাইল ডেটার দাম গোটা বিশ্বে সবথেকে কম। তাই এই দেশে বেশিরভাগ মানুষ মোবাইল ডেটা ব্যবহার করেই ইন্টারনেট ব্যবহার করেন। সেই কথা মাথায় রেখেই নতুন এই প্ল্যান নিয়ে আসছে Netflix।
“কয়েক মাস ধরে পরীক্ষামুলকভাবে ব্যবহারের পরে ভারতে কম দামের নতুন প্ল্যান নিয়ে আসছি আমরা।” বুধবার লগ্নিকারীদের এই কথা জানিয়েছে Netflix। “কয়েক মাসের মধ্যেই ভারতে এই প্ল্যান লঞ্চ হবে। লঞ্চের পরে এই প্ল্যান সম্পর্কে বিস্তারে জানানো হবে।”
এই মুহুর্তে 500 টাকা থেকে 800 টাকার মধ্যে ভারতে Netflix এর তিনটি প্ল্যান রয়েছে।
2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে নতুন গ্রাহকসংখ্যার লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি Netflix। এর পরেই ভারতের জন্য নতুন এই প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে মার্কিন কোম্পানিটি।
ইতিমধ্যেই ভারতের জন্য একের পর এক টিভি সিরিজ তৈরী করছে Netflix। বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই Netflix এর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।
15 অগাস্ট Netflix এ শুরু হচ্ছে স্যাক্রেড গেমস এর দ্বিতীয় সিজন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন