জিও কোম্পানীর প্রিয়েইড গ্রাহকদের জন্য এলো সুখবর, পেয়ে যাবেন একবার প্রিপেইড রিচার্জের বিনিময়ে Netflix দেখার সুযোগ

জিও কোম্পানীর প্রিয়েইড গ্রাহকদের জন্য এলো সুখবর, পেয়ে যাবেন একবার প্রিপেইড রিচার্জের বিনিময়ে Netflix দেখার সুযোগ

Reliance Jio Netflix prepaid plans come with 84 days validity

হাইলাইট
  • রিলায়েন্স জিওর Netflix সমর্থিত প্রিপেইড প্ল্যানগুলি সীমাহীন কল করার ব্
  • এই প্ল্যানগুলি দৈনিক 3GB পর্যন্ত উচ্চ গতির ডেটার অনুমতি দেয়
  • রিলায়েন্স জিও Netflix প্রিপেইড প্ল্যানের দাম 300 পর্যন্ত বাড়ানো হয়েছ
বিজ্ঞাপন

রিলায়েন্স জিও তাদের বিনামূল্যে Netflix ব্যবহারের অগ্রিম রিচার্জের পরিকল্পনাটির দাম বাড়িয়েছে। অর্থাৎ এবার থেকে জিওর সংশোধিত প্রিপেইড প্ল্যানগুলির সাথে বিনামূল্যে Netflix উপভোগ করার সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ভারতে সমস্ত টেলিকম কোম্পানি তাদের প্রতিটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছে, তাই জিও কোম্পানী সেই পথ অনুসরণ করেছে। বিগত 3 জুলাই থেকে রিলান্স জিও দ্বারা প্রস্তাবিত মূল্যেই বৃদ্ধিটি তাদের প্রতিটি পরিকল্পনাতেই লাগু করা হয়েছে। জিও র পাশাপাশি অন্যান্য প্রতিযোগী কোম্পানী যেমন ভোডাফোন আইডিয়া, ভারতীয় এয়ারটেল এরাও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছিল। গ্রাহকদের জন্য সংশোধিত জিও প্রিপেইড প্লানগুলির সমন্বয়ে ,বিনামূল্যে Netflix এর সদস্যপদের সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।

Reliance জিওর প্রিপেইড প্ল্যানগুলির সাথে Netflix এর সদস্যপদের উপলব্ধিতা:

রিলায়েন্স জিওর প্রিপেইড পরিকল্পনার সাথে netflix এর সদস্যপদের সুবিধাটি এখন মাত্র 1,299 এবং 1,799 টাকায় উপলব্ধ হতে চলেছে। নামক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই পরিকল্পনাগুলি আগে যথাক্রমে 1,099 এবং 1,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছিল।

জিও-র 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটির মধ্যে Netflix -মোবাইলে দেখার সুবিধাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে, এই 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটি গ্রাহকদের শুধুমাত্র একটি স্মার্টফোন বা একটি ট্যাবলেট ,যে কোনো একটি ডিভাইস দ্বারা একবারই Netflix এর সদস্যদের মাধ্যমে ভিডিও চালনা করতে সক্ষম হবে। এই প্ল্যান দ্বারা Netflix অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ 480P গুণমান সমৃদ্ধ ভিডিও দেখতে পারবেন।

সেখানে অন্যদিকে সামান্য মূল্য বৃদ্ধির মাধ্যমে 1,799 টাকার বিনিময়ে Netflix এর বেসিক প্ল্যানটি পাওয়া যাবে। এই বেসিক প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো ডিভাইস ,যেমন - ফোন, ট্যাবলেট ,স্মার্টটিভি, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে Netflix এর সদস্যপদ ব্যবহার করে যে কোনো ভিডিও চালানোর অনুমতি পাবে।

জিও দ্বারা প্রস্তাবিত পরিকল্পনার সাথে Netflix এর সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।
কোম্পানীর পক্ষ থেকে, প্রস্তাব অনুমোদন করা হয়েছে যে, গ্রাহকরা তাদের প্রতিটি রিচার্জের বিনিময়ে তিন মাসের জন্য Netflix -এর সদস্যপদের সুবিধাটি পাবেন। এটি ছাড়াও গ্রাহকরা এই প্যাকেজটির মাধ্যমে 5g সমর্থিত সীমাহীন সংযোগ স্থাপন, প্রতিদিন 100 টি করে sms এবং সীমাহীন ভাবে কল করার সুবিধাটি পাবেন।

যাইহোক এখানে এটি লক্ষ করা খুবই গুরুত্বপূর্ণ যে, এই পরিকল্পনাগুলির মধ্যে 5g এর অপরিসীম সংযোগের যে সুবিধাটি আছে, সেটি ব্যবহারকারীর বা গ্রাহকদের নিজস্ব বসবাসকারী এলাকার 5g সংযোগের উপলব্ধির উপর নির্ভর করে।
1,299 এবং 1,799 টাকার জিও প্রিপেইড পরিকল্পনাগুলো দাবি করে যে,এটি ক্রমে দৈনিক 2জিবি এবং 3জিবি উচ্চগতির ডেটাকে সমর্থন করে থাকবে। এই সীমার পরে ,সীমাদিন ডেটাটি গ্রাহকদের কাছে 64 Kbps দ্রুততার সাথে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio prepaid plans, Reliance Jio, Netflix
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  2. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  3. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
  4. মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমৃদ্ধ Apple কোম্পানীর নতুন উন্মোচন AirPods 4
  5. আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং
  6. অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত দুটি নতুন আকর্ষণীয় স্মার্টফোনের উন্মোচন করল Apple
  7. আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
  8. বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad
  9. 5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra
  10. এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »