এবার জিও ব্যাবহারকারীরা পেয়ে যাবেন মাত্র 1299 এবং 1799 টাকার বিনিময়ে 3 মাসের জন্য Netflix এর সদস্য হওয়ার সুযোগ
Reliance Jio Netflix prepaid plans come with 84 days validity
রিলায়েন্স জিও তাদের বিনামূল্যে Netflix ব্যবহারের অগ্রিম রিচার্জের পরিকল্পনাটির দাম বাড়িয়েছে। অর্থাৎ এবার থেকে জিওর সংশোধিত প্রিপেইড প্ল্যানগুলির সাথে বিনামূল্যে Netflix উপভোগ করার সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ভারতে সমস্ত টেলিকম কোম্পানি তাদের প্রতিটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছে, তাই জিও কোম্পানী সেই পথ অনুসরণ করেছে। বিগত 3 জুলাই থেকে রিলান্স জিও দ্বারা প্রস্তাবিত মূল্যেই বৃদ্ধিটি তাদের প্রতিটি পরিকল্পনাতেই লাগু করা হয়েছে। জিও র পাশাপাশি অন্যান্য প্রতিযোগী কোম্পানী যেমন ভোডাফোন আইডিয়া, ভারতীয় এয়ারটেল এরাও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড উভয় পরিকল্পনার ক্ষেত্রেই দাম বৃদ্ধি করেছিল। গ্রাহকদের জন্য সংশোধিত জিও প্রিপেইড প্লানগুলির সমন্বয়ে ,বিনামূল্যে Netflix এর সদস্যপদের সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।
রিলায়েন্স জিওর প্রিপেইড পরিকল্পনার সাথে netflix এর সদস্যপদের সুবিধাটি এখন মাত্র 1,299 এবং 1,799 টাকায় উপলব্ধ হতে চলেছে। নামক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই পরিকল্পনাগুলি আগে যথাক্রমে 1,099 এবং 1,499 টাকায় তালিকাভুক্ত করা হয়েছিল।
জিও-র 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটির মধ্যে Netflix -মোবাইলে দেখার সুবিধাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে, এই 1,299 টাকার প্রিপেইড পরিকল্পনাটি গ্রাহকদের শুধুমাত্র একটি স্মার্টফোন বা একটি ট্যাবলেট ,যে কোনো একটি ডিভাইস দ্বারা একবারই Netflix এর সদস্যদের মাধ্যমে ভিডিও চালনা করতে সক্ষম হবে। এই প্ল্যান দ্বারা Netflix অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ 480P গুণমান সমৃদ্ধ ভিডিও দেখতে পারবেন।
সেখানে অন্যদিকে সামান্য মূল্য বৃদ্ধির মাধ্যমে 1,799 টাকার বিনিময়ে Netflix এর বেসিক প্ল্যানটি পাওয়া যাবে। এই বেসিক প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা যে কোনো ডিভাইস ,যেমন - ফোন, ট্যাবলেট ,স্মার্টটিভি, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে Netflix এর সদস্যপদ ব্যবহার করে যে কোনো ভিডিও চালানোর অনুমতি পাবে।
জিও দ্বারা প্রস্তাবিত পরিকল্পনার সাথে Netflix এর সুবিধাটি 84 দিনের বৈধতার সাথে উপলব্ধ হতে চলেছে।
কোম্পানীর পক্ষ থেকে, প্রস্তাব অনুমোদন করা হয়েছে যে, গ্রাহকরা তাদের প্রতিটি রিচার্জের বিনিময়ে তিন মাসের জন্য Netflix -এর সদস্যপদের সুবিধাটি পাবেন। এটি ছাড়াও গ্রাহকরা এই প্যাকেজটির মাধ্যমে 5g সমর্থিত সীমাহীন সংযোগ স্থাপন, প্রতিদিন 100 টি করে sms এবং সীমাহীন ভাবে কল করার সুবিধাটি পাবেন।
যাইহোক এখানে এটি লক্ষ করা খুবই গুরুত্বপূর্ণ যে, এই পরিকল্পনাগুলির মধ্যে 5g এর অপরিসীম সংযোগের যে সুবিধাটি আছে, সেটি ব্যবহারকারীর বা গ্রাহকদের নিজস্ব বসবাসকারী এলাকার 5g সংযোগের উপলব্ধির উপর নির্ভর করে।
1,299 এবং 1,799 টাকার জিও প্রিপেইড পরিকল্পনাগুলো দাবি করে যে,এটি ক্রমে দৈনিক 2জিবি এবং 3জিবি উচ্চগতির ডেটাকে সমর্থন করে থাকবে। এই সীমার পরে ,সীমাদিন ডেটাটি গ্রাহকদের কাছে 64 Kbps দ্রুততার সাথে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ISRO Says Gaganyaan Mission Is 90 Percent Complete, Aiming for 2027 Launch
Saturn’s Moon Titan Breaks One of Chemistry’s Oldest Rules, NASA Study Reveals
Scientists Construct 5-Micron Engine Generating Effective Heat of 13 Million Degrees Celsius Without Burning