বক্স অফিসে সাফল্যের পর এবার OTT প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে তেলেগু সিনেমা রিটার্ন অফ দ্যা ড্রাগন

আগামী 18-সে মার্চ থেকে রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে

বক্স অফিসে সাফল্যের পর এবার OTT প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে তেলেগু সিনেমা রিটার্ন অফ দ্যা ড্রাগন

Photo Credit: Netflix

২৮ মার্চ নেটফ্লিক্সে রিটার্ন অফ দ্য ড্রাগনের প্রিমিয়ার হবে।

হাইলাইট
  • রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি আগামী 28-সে মার্চ নেটফ্লিক্সে প্রিমিয়া
  • স্ট্রিমিংএর জন্য তামিল এবং তেলেগু ভাষাগুলি উপলব্ধ হবে
  • সিনেমাটি বক্স অফিসে 120 কোটি টাকার বেশি লাভ করেছে
বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তি পাওয়া কলিউডের ব্লকবাস্টার সিনেমা Dragon (রিটার্ন অফ দ্যা ড্রাগন, তেলেগু) বক্স অফিসে ঝড় তুলেছে, সবাইকে অবাক করে সম্পূর্ণ তামিলনাড়ু এবং তেলেগু রাজ্যতে 120 কোটি টাকা আয় করেছে। অশ্বত্থ মারিমুথু দ্বারা পরিচালিত সিনেমাটিতে, প্রদীপ রঙ্গনাথান মুখ্য ভূমিকায় আছে, সাথে অনুপমা পরমেশ্বরণ এবং কায়াডু লোহার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 35-কোটি টাকার বাজেটের সাথে AGS এন্টারটেনমেন্ট দ্বারা নির্মিত এই সিনেমাটি, বাণিজ্যিক সাফল্য পেয়েছে। প্রেক্ষাগৃহে এটি সাফল্যের সাথে চলার পর, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এটির অতি প্রত্যাশিত OTT-রিলিজ হতে চলেছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগন সিনেমাটি কখন এবং কোথায় দেখতে পাবেন:

ড্রাগন এবং এটির তেলেগু ভার্সন রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি আগামী 28-সে মার্চ থেকে নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হবে। এখন শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্মটি থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কিন্তু একটি রিপোর্টে জানা গিয়েছে যে। কিছু প্রতিবেদনে দাবি করছে যে, সিনেমাটির প্রেক্ষাগৃহে আসার আগের গুঞ্জনের কারণে Netflix এটির ডিজিটাল সত্ব আগেই নিয়ে রেখেছিল। আশা করা যাচ্ছে সিনেমাটি নেটফ্লিক্সে আসার ফলে এটি আরও বেশি দর্শকদের কাছে পৌঁছানো যাবে, বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে এটি দেখার সুযোগ পাননি তাদের কাছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগনের অফিসিয়াল ট্রেলার এবং প্লট:

সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই এটির ট্রেলার রিলিজ করা হয়েছিল। একজন তরুণ পুরুষের জীবনকে অনুসরণ করে সিনেমাটি তৈরি, যেখানে একটি অপ্রত্যাশিত কিছু ঘটনা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে। সিনেমাটি অ্যাকশন, হাস্যরস এবং আবেগের মুহুর্ত দ্বারা পরিপূর্ণ। প্রদীপ রঙ্গনাথানের অভিনয়, অশ্বত্থ মারিমুথুর পরিচালনা এবং লিওন জেমস-এর গান একত্রে দর্শকের কাছে দারুন প্রশংসা পেয়েছে।

রিটার্ন-অফ-দ্যা-ড্রাগনের কাস্ট এবং ক্রু:

সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে, প্রদীপ রঙ্গন্নাথানকে এবং মহিলাদের চরিত্রে মুখ্য ভূমিকায় আছে অনুপমা প্বরমেশ্বরণ এবং কায়াডু লোহার। অশ্বত্থ মারিমুথু সিনেমাটি পরিচালনা করেছেন এবং এটির প্রযোজনা করেছেন AGS এন্টারটেনমেন্টের অর্চনা কালাপাথি। সিনেমাটির সঙ্গীতের দ্বায়িত্বে ছিলেন লিওন জেমস, যার গান সিনেমাটির আকর্ষণ আরো বাড়িয়েছে।

রিটার্ন অফ দ্যা ড্রাগনের প্রতিক্রিয়া:

বক্স অফিসে সিনেমাটি 120 কোটি টাকার বেশি অর্জন করে, বিরাট বাণিজ্যিক সাফল্য অর্জনের ক্ষেত্রে নিজের জায়গা সুদৃঢ় করেছে। এটি IMDb-তে 8.3/10 রেটিং পেয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  2. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  3. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  4. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  5. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  6. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  7. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  8. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
  9. Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে
  10. WhatsApp Romance Scam: হোয়াটঅ্যাপে প্রেম করতে গিয়ে 32 লক্ষ টাকা খোয়ালেন 63 বছরের বৃদ্ধ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »