আগামী 18-সে মার্চ থেকে রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে
Photo Credit: Netflix
২৮ মার্চ নেটফ্লিক্সে রিটার্ন অফ দ্য ড্রাগনের প্রিমিয়ার হবে।
সম্প্রতি মুক্তি পাওয়া কলিউডের ব্লকবাস্টার সিনেমা Dragon (রিটার্ন অফ দ্যা ড্রাগন, তেলেগু) বক্স অফিসে ঝড় তুলেছে, সবাইকে অবাক করে সম্পূর্ণ তামিলনাড়ু এবং তেলেগু রাজ্যতে 120 কোটি টাকা আয় করেছে। অশ্বত্থ মারিমুথু দ্বারা পরিচালিত সিনেমাটিতে, প্রদীপ রঙ্গনাথান মুখ্য ভূমিকায় আছে, সাথে অনুপমা পরমেশ্বরণ এবং কায়াডু লোহার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 35-কোটি টাকার বাজেটের সাথে AGS এন্টারটেনমেন্ট দ্বারা নির্মিত এই সিনেমাটি, বাণিজ্যিক সাফল্য পেয়েছে। প্রেক্ষাগৃহে এটি সাফল্যের সাথে চলার পর, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এটির অতি প্রত্যাশিত OTT-রিলিজ হতে চলেছে।
ড্রাগন এবং এটির তেলেগু ভার্সন রিটার্ন অফ দ্যা ড্রাগন সিনেমাটি আগামী 28-সে মার্চ থেকে নেটফ্লিক্সে প্রিমিয়ার করা হবে। এখন শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্মটি থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কিন্তু একটি রিপোর্টে জানা গিয়েছে যে। কিছু প্রতিবেদনে দাবি করছে যে, সিনেমাটির প্রেক্ষাগৃহে আসার আগের গুঞ্জনের কারণে Netflix এটির ডিজিটাল সত্ব আগেই নিয়ে রেখেছিল। আশা করা যাচ্ছে সিনেমাটি নেটফ্লিক্সে আসার ফলে এটি আরও বেশি দর্শকদের কাছে পৌঁছানো যাবে, বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে এটি দেখার সুযোগ পাননি তাদের কাছে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই এটির ট্রেলার রিলিজ করা হয়েছিল। একজন তরুণ পুরুষের জীবনকে অনুসরণ করে সিনেমাটি তৈরি, যেখানে একটি অপ্রত্যাশিত কিছু ঘটনা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে। সিনেমাটি অ্যাকশন, হাস্যরস এবং আবেগের মুহুর্ত দ্বারা পরিপূর্ণ। প্রদীপ রঙ্গনাথানের অভিনয়, অশ্বত্থ মারিমুথুর পরিচালনা এবং লিওন জেমস-এর গান একত্রে দর্শকের কাছে দারুন প্রশংসা পেয়েছে।
সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে, প্রদীপ রঙ্গন্নাথানকে এবং মহিলাদের চরিত্রে মুখ্য ভূমিকায় আছে অনুপমা প্বরমেশ্বরণ এবং কায়াডু লোহার। অশ্বত্থ মারিমুথু সিনেমাটি পরিচালনা করেছেন এবং এটির প্রযোজনা করেছেন AGS এন্টারটেনমেন্টের অর্চনা কালাপাথি। সিনেমাটির সঙ্গীতের দ্বায়িত্বে ছিলেন লিওন জেমস, যার গান সিনেমাটির আকর্ষণ আরো বাড়িয়েছে।
বক্স অফিসে সিনেমাটি 120 কোটি টাকার বেশি অর্জন করে, বিরাট বাণিজ্যিক সাফল্য অর্জনের ক্ষেত্রে নিজের জায়গা সুদৃঢ় করেছে। এটি IMDb-তে 8.3/10 রেটিং পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ISRO Says Gaganyaan Mission Is 90 Percent Complete, Aiming for 2027 Launch
Saturn’s Moon Titan Breaks One of Chemistry’s Oldest Rules, NASA Study Reveals
Scientists Construct 5-Micron Engine Generating Effective Heat of 13 Million Degrees Celsius Without Burning