এবার বাড়িতেই দেখতে পাবেন কিরুথিগা উধায়ানিধি পরিচালিত তামিল সিনেমা ‘Kadhalikka Neramillai’
Photo Credit: Netflix
থিয়েটারে এক মাস ধরে চলার পর, এটি এখন স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্যাপক দর্শকদের কাছে পৌঁছেছে।
নিত্যা মেনন এবং রবি মোহন দ্বারা অভিনীত তামিল রোমান্টিক সিনেমা ‘Kadhalikka Neramillai' প্রেক্ষাগৃহে চলার পর এবার OTT-তে রিলিজ হতে চলেছে। ফিল্ম নির্মাতা ‘কিরুথিগা উধায়ানিধি' দ্বারা পরিচালিত সিনেমাটি ভালোবাসা, আধুনিক সম্পর্ক, বিয়ে এবং অপ্রচলিত যৌনতার এক অভূতপূর্ব থিম নিয়ে এসেছে।
সিনেমাটি পোঙ্গোলের সময় মুক্তি পেয়েছিল এবং বর্তমানে এটিকে একটি লিডিং স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রিমিয়ারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ডিজিট্যাল পরিষেবার অধিকারটি একটি মুখ্য OTT প্ল্যাটফর্ম নিয়েছে এবং দর্শকরা খুব শীঘ্রই সিনেমাটি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন।
স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স Kadhalikka Neramillai সিনেমাটির পোস্ট-থিয়েট্রিক্যাল অধিকার গ্রহণ করেছে। সিনেমাটি জানুয়ারি মাসে এসেছিল এবং আগামী 11 ই ফেব্রুয়ারি থেকে এটি স্ট্রিমিং এর জন্য উপলব্ধ হবে। প্রেক্ষাগৃহে এক মাস চলার পরে এবার দর্শকরা তাদের নিজেদের স্বাচ্ছন্দ্যের সাথে বাড়িতেই এই রোমান্টিক সিনেমাটি দেখতে পারবে। নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার উল্লেখ্য তারিখ থেকে সিনেমাটি দেখতে পাবে।
Kadhalikka Neramillai-এর ট্রেলারে এর মূল বিষয়বস্তুর ঝলক দেখা গেছে।যেখানে দুইজন স্থাপত্য নির্মাতা আছে, যাদের জীবন এবং সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। যখন তাদের জীবনের চলার পথ মিলিত হয় তখন তারা ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সিনেমাটি আধুনিক সমাজে প্রেম, বিয়ে, পিতামাতা হওয়া এবং অপ্রচলিত যৌন পরিচয়ের ক্ষেত্রে এক জটিল জায়গা তৈরি করে।
সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে নিত্যা মেনন এবং রবি মোহনকে, যারা এই প্রথম অন-স্ক্রিন জুটি বেঁধেছেন। সাপোর্টিং কাস্টে আছে, বিনয় রায়, যোগী বাবু, লাল, জন কোক্কেন, টি জে ভানু, লক্ষ্ময় রামকৃষ্ণন এবং বিনোদিনী। সিনেমাটোগ্রাফিটি নিয়ন্ত্রণ করেছেন গাভেমিক আরী সাথে লরেন্স কিশোর এডিটিং এর দ্বায়িত্ব সামলেছেন। সিনেমাটি Red Giant Movies দ্বারা প্রযোজিত, এবং এর সংগীত পরিচালনা করেছেন এ.আর. রহমান।
সমালোচক এবং দর্শকরা সিনেমাটির জন্য মিশ্র প্রতিক্রিয়া শেয়ার করেছে। যেখানে এ আর রহমানের সাউন্ড ট্রাকগুলি প্রশংসা অর্জন করেছে, সেখানে বলা হয়েছে যে, সিনেমাটির গল্প এবং স্ক্রিন-প্লে গুলি প্রত্যাশা অনুযায়ী হয়নি। রিভিউগুলি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সিনেমাটি আধুনিক ভালোবাসা এবং সম্পর্ক গুলিকে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু এটি সঠিক ভাবে গভীরতার সাথে ফুটিয়ে তুলতে পারেনি। এটি IMDb রেটিংয়ে 10-এর মধ্যে 6.8 পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications