OpenAI আনল যুগান্তকারী ChatGPT Atlas ব্রাউজার, এক ক্লিকে মিটবে সব কাজ! চাপে গুগল ক্রোম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 অক্টোবর 2025 13:36 IST
হাইলাইট
  • ChatGPT Atlas ব্রাউজারে মেমোরি ফিচার রয়েছে
  • এই স্মার্ট ব্রাউজার চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি
  • Atlas ব্রাউজারের ভিতরে AI এজেন্ট আছে

ChatGPT Atlas ব্রাউজারেরে ইন-বিল্ট AI এজেন্ট আছে

Photo Credit: OpenAI

ChatGPT-এর জনপ্রিয়তার উপর বাজি ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত Atlas ব্রাউজার লঞ্চ করল OpenAI। একে আধুনিক যুগের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে বলে দাবি করছে মার্কিন সংস্থাটি। এই নতুন স্মার্ট ব্রাউজার চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি। সহজ কথায় বললে, এটি ব্রাউজারের ভিতরেই অর্ন্তভুক্ত করা আছে। আপনি ইন্টারনেটে তথ্য খোঁজার সময় সরাসরি চ্যাটবটের সঙ্গে কথোপকথন করতে পারবেন। আলাদা ট্যাব খুলে বা লেখা কপি পেস্ট করে চ্যাটজিপিটিতে গিয়ে সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। কৃত্রিম মেধা ভিত্তিক এই ওয়েব ব্রাউজার Google Chrome-এর আধিপত্যে থাবা বসাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ChatGPT Atlas ব্রাউজারের ফিচার্স 

অ্যাটলাসে ব্রাউজিং করার অর্থ হল, ব্যবহারকারীকে ছায়ার মতো অনুসরণ করবে চ্যাটজিপিটি। চ্যাটবটটি পাশের সাইডবারে অবস্থান করছে৷ যে কোনও সময় "আস্ক চ্যাটজিপিটি" অপশনে ক্লিক করে সাহায্য নেওয়া যাবে। ইউজার যে ওয়েবপেজ খুলে রাখুক না কেন, চ্যাটজিপিটি তা বুঝে নিয়ে সরাসরি সেই কনটেন্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবে। যেমন ডেটা বিশ্লেষণ করা, কোনও বড় প্রতিবেদনের সারসংক্ষেপ করা বা অতিরিক্ত ব্যাখ্যা দিয়ে বোঝানো। 

চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজারের অন্যতম বিশেষত্ব হল মেমোরি বা স্মৃতি। আপনি ভুলে গেলেও সব মনে রাখবে এটি। কোন কোন ওয়েবসাইটে গিয়ে কী কী কাজ করেছেন, সেই সমস্ত তথ্য ব্যবহার করে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ধরুন, আপনি চাকরি খুঁজছেন৷ প্রতিদিন একের পর এক ওয়েবসাইটে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেখছেন৷ এবার আপনি অ্যাটলাসে গিয়ে চ্যাটজিপিটিকে বলতে পারেন, "আমি যে সব চাকরির বিজ্ঞাপন দেখেছি, সেগুলো খুঁজে বার করো ও সারাংশ তৈরি করো, যাতে ইন্টারভিউয়ের জন্য ভাল প্রস্তুতি নিতে পারি।"

ব্রাউজারের মনে রাখার ক্ষমতা সম্পূর্ণ অপশনাল। অর্থাৎ সেটিংসে অপশনে গিয়ে মেমোরি বন্ধ করে রাখা যাবে।স্টেটাস বারে গিয়ে কোনও বিষয় নিয়ে সার্চ করলে সেটা গুগলে বা অন্য কোনও সার্চ ইঞ্জিনে না গিয়ে সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে সম্পন্ন হয়। আপনি যেটা খুঁজছেন, সেটা ব্রাউজার নিজেই বুঝে, বিশ্লেষণ করে উপযুক্ত উত্তর দেয়।

OpenAI তাদের Atlas ব্রাউজারে এমন একটি ফিচার রেখেছে, যে কাজে ChatGPT সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর সেটা হল লেখা। এর জন্য আলাদা কোনও উইন্ডো ওপেন করতে হবে না বা নতুন ট্যাবে গিয়ে চ্যাটবট খুলতে হবে না। শুধু লেখা সিলেক্ট করুন, তারপর চ্যাটজিপিটি আইকনে ক্লিক করে লেখার টোন বা ভঙ্গী পাল্টানো অথবা সুন্দর করে সাজিয়ে দিতে বলতে পারবেন।

ChatGPT Atlas ব্রাউজারে AI এজেন্টিক মোড আছে যা ব্যবহারকারীর হয়ে একাধিক কাজ করতে সক্ষম। যেমন রেস্টুরেন্টে সিট বুকিং, অনলাইনে সামগ্রী কেনা, রিসার্চ করা, দু'টো বস্তুর মধ্যে তুলনা, ডকুমেন্ট এডিট, ইত্যাদি। তবে এই সুবিধা প্লাস, প্রো, ও বিজনেস প্ল্যানে উপলব্ধ। বর্তমানে ব্রাউজারটি কেবলমাত্র MacOS প্ল্যাটফর্মে উপলব্ধ। এর উইন্ডোজ ও Android ভার্সন খুব শীঘ্রই রিলিজ হবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
  2. iQOO Z11 Turbo: কম দামে 200MP ক্যামেরা ও 7600mAh ব্যাটারির দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO
  3. Oppo A6c খুব সস্তায় বাহুবলী ব্যাটারির সাথে লঞ্চ হল, ফোন থেকে চার্জ হবে অন্য ফোনও
  4. YouTube Shorts: বাচ্চাদের ইউটিউব আসক্তি কমাতে পদক্ষেপ, ভিডিও দেখার সময় বেঁধে দিতে পারবে বাবা-মা
  5. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  6. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  7. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  8. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
  9. Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার
  10. Google Pixel 10a: মিড-রেঞ্জে প্রিমিয়াম ফোন আনছে গুগল, ফেব্রুয়ারিতে লঞ্চের আগেই দাম ও ফিচার্স লিক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.