GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে

OpenAI এর নতুন GPT-5.1 আগের GPT-5 মডেলের চেয়ে আরও উন্নত সংস্করণ।

GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে

Photo Credit: Reuters

OpenAI Said GPT-5.1 Will Respond in a Warmer Tone

হাইলাইট
  • GPT-5.1 AI মডেলে আরও মানবিক অনুভূতি যোগ হয়েছে
  • ChatGPT এর প্রম্পট অনুসরণ করার ক্ষমতাও বেড়েছে
  • Open AI তিনটি নতুন পার্সোনোলাইজেশন মোড যুক্ত করেছে
বিজ্ঞাপন

GPT-5 লঞ্চের তিন মাস পর বড় চমক নিয়ে হাজির হল OpenAI। মার্কিন সংস্থাটি GPT-5.1 প্রকাশ করেছে যা তাদের আগের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের আরও উন্নত সংস্করণ। GPT-5 মডেলে যে যে খামতি ছিল, সেগুলো নতুন ভার্সনে মেটানোর চেষ্টা করা হয়েছে। এটি যেমন বেশি বুদ্ধিমান, তেমনই উত্তরে আরও মানবিক অনুভূতি যোগ করেছে বলে দাবি কোম্পানির। ChatGPT এর কথা বেশি যান্ত্রিক শোনানো এবং নির্দেশ পালনে দক্ষতার অভাব নিয়ে অনেক দিন ধরে ব্যবহারকারীদের অসন্তোষ ছিল। নতুন GPT-5 সেখানে সঠিক ভাবে নির্দেশ মেনে চলার পাশাপাশি, কথোপকথনে আরও আন্তরিকতা প্রকাশ করবে।

OpenAI এর নতুন GPT-5.1 মডেলের সুবিধা

ওপেনএআই তাদের ব্লগ পোস্টে জিপিটি-5.1 মডেলের সমস্ত পরিবর্তনগুলি বিস্তারিত আকারে বর্ণনা করেছে। এক কথায়, চ্যাটজিপিটি এখন সহজ কাজ দ্রুত সম্পন্ন করবে, ফলে সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া যাবে। অন্য দিকে, যে সব জটিল বিষয় বা কাজের ক্ষেত্রে বেশি চিন্তাভাবনার প্রয়োজন, সেগুলোর বেশি সময় এবং মনোযোগ নিয়ে উত্তর দেবে চ্যাটজিপিটি। এর জন্য ব্যবহারকারীদের সেটিংসে ম্যানুয়ালি কিছু বদল করতে হবে না। চ্যাটবটটি নিজেই পরিস্থিতি বুঝে উত্তর দেবে।

GPT-5.1 এর ইনস্ট্যান্ট এবং থিঙ্কিং উভয় মডেলে আপগ্রেড এসেছে। ইনস্ট্যান্ট মডেল থেকেই আমরা সাধারণ প্রশ্নেগুলির উত্তর পাই। কিন্তু অভিযোগ ছিল, উত্তর বড্ড যান্ত্রিক ও মনুষ্যসুলভ অনুভূতির অভাব। ওপেনএআই বলেছে, একে আরও আন্তরিক, বুদ্ধিমান, এবং দক্ষতার সঙ্গে উত্তর দেওয়া ও নির্দেশ মানার জন্য টিউন করা হয়েছে। অর্থাৎ, মানুষের স্বরেই কথা বলতে সক্ষম।

Latest and Breaking News on NDTV

Photo Credit: OpenAI

জিপিটি-5.1 এর থিঙ্কিং মডেলেও উন্নতি এসেছে। আগে বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে উত্তরে অপ্রয়োজনীয় শব্দের আধিক্য দেখা যেত। সংস্থা বলছে, নতুন মডেলটি এখন সহজবোধ্য ভাষায় মূল বক্তব্য তুলে ধরার দিকে বেশি গুরুত্ব দেবে। চ্যাটজিপিটি-এর প্রম্পট বা নির্দেশ অনুসরণ করার ক্ষমতাও বেড়েছে। অর্থাৎ, প্রম্পটে দেওয়া শর্ত বা ফরম্যাট অনুযায়ী উত্তর পাবেন।

এছাড়াও, নতুন মডেলে পার্সোনোলাইজেশন টুল আরও উন্নত করা হয়েছে। চ্যাটবটে মোট আটটি ব্যক্তিত্ব রয়েছে। এর অর্থ আপনার বেছে নেওয়া পছন্দের চরিত্রেই কথা বলবে চ্যাটজিপিটি। ডিফল্ট মোডে আপগ্রেড এসেছে৷ লিসেনার ও রোবোটস মোডের নাম পাল্টে যথাক্রমে ফ্রেন্ডলি ও এফিশিয়েন্ট রাখা হয়েছে। তিনটি নতুন প্রিসেট হল প্রোফেশনাল, ক্যান্ডিড, ও কোয়ার্কি। আগের সিনিকাল ও নার্ডি মোড অপরিবর্তিত থাকছে।

GPT-5.1 বর্তমানে ChatGPT Go, Plus, Pro, এবং Business গ্রাহকদের জন্য রোলআউট হচ্ছে। বিনামূল্যে ব্যবহারকারীদের কাছেও শীঘ্রই মডেলটি পৌঁছে যাবে। উল্লেখ্য, এখন চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশন ভারতে ফ্রি। এই প্ল্যানের দাম 399 টাকা/প্রতি মাস (বছরে 4,788 টাকা)। কিন্তু এটি আগামী 12 মাস ভারতীয়রা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 24GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল Honor Magic 8 RSR Porsche Design স্মার্টফোন
  2. Honor Magic 8 Pro Air অসম্ভব স্লিম ডিজাইন, 16GB র‍্যাম, ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল
  3. Infinix Note Edge বাজেটে স্লিম ডিজাইন, কার্ভড ডিসপ্লে, 6,500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. Realme P4 Power 5G: ভারতের প্রথম 10000mAh ব্যাটারির ফোনের দাম ফাঁস, লঞ্চ হতে পারে মাস শেষে
  5. Redmi Turbo 5 Max বিশাল 9000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ চিপসেটের সাথে লঞ্চ হচ্ছে
  6. Lava Blaze Duo 3 5G ডুয়াল অ্যামোলেড ডিসপ্লের সাথে কম দামে ভারতে লঞ্চ হল
  7. Vivo X200T অসাধারণ ফিচার্সের সাথে আসছে, লঞ্চের আগেই দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ফাঁস
  8. Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
  9. 369 টাকায় 84 দিনের ভ্যালিডিটি, 42GB ডেটা ও আনলিমিটেড কলিং, সস্তার প্ল্যানে Jio এর বাজিমাত
  10. 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »