কয়েকদিন আগেই বরোদা ও সুরাটে পরিষেবা শুরু করেছিল Swiggy। গত বছর আমেদাবাদে প্রবেশের পরে গুজরাটে নিজেদের পসার জমিয়ে বসেছে কোম্পানিটি। সুরাটে লঞ্চের আগেই বিপুল সংখ্যক গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছিলেন।
আটটি নতুন শহরে নিজেদের পরিষেবা শুরু করার কথা জানালো খাবার ডেলিভারি সংস্থা Swiggy। সোমবার এই কথা জানিয়েছে অনলাইন ফুড ডেলিভারী অ্যাপ। নতুন এই আটটি শহর হল দেরাদুন, পুদুচেরী, মাইসোর, বিজয়ওয়াড়া, নাসিক, গুয়াহাটি, কানপুন ও লুধিয়ানা।
আটটি নতুন জনবহুল শহরে পরিষেবা শুরু করার কারনেই একসাথে অনেক নতুন গ্রাহক পাবে Swiggy ব্যবহার শুরু করবেন বলে মনে করা হচ্ছে।
“গত কয়েক বছর ধরেই ভারতের গুরুত্বপূর্ণ সব শহরেই খাবার অর্ডার করা আরও সহজ করেছে Swiggy।” বলে জানিয়েছেন Swiggy সিওও বিবেক সুন্দর।
কয়েকদিন আগেই বরোদা ও সুরাটে পরিষেবা শুরু করেছিল Swiggy। গত বছর আমেদাবাদে প্রবেশের পরে গুজরাটে নিজেদের পসার জমিয়ে বসেছে কোম্পানিটি। সুরাটে লঞ্চের আগেই বিপুল সংখ্যক গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছিলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 India Launch Teased; Flipkart Availability Confirmed: Expected Specifications, Features