Photo Credit: WhatsApp
নতুন বছর আসার আগেই Whatsapp নিয়ে এসেছে কিছু নতুন মজার ফিচার, যেগুলি কল করা বা টেক্সট করার ক্ষেত্রে আরো উন্নতমানের অভিজ্ঞতা প্রদান করবে। এটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। কিছু সময়ের জন্য WhatsApp ব্যবহারকারীরা ভিডিও কলের সময় নিউ ইয়ার থিম যুক্ত নতুন কলিং এফেক্টের মজা নিয়ে পারবে। এছাড়াও এই উৎসবের মরশুমের আনন্দ বজায় রাখতে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মটি নতুন অ্যানিমেশন এবং স্টিকার প্যাকও বের করেছে। উল্লেখযোগ্যভাবে Meta প্ল্যাটফর্মের মালিকাধীন ইন্সটাগ্রাম সম্প্রতি সীমিত সময়ের জন্য 2024 সালের কোলাজ করার ফিচারটি নিয়ে এসেছে।
Whatsapp-এর মতে ব্যবহারকারীরা এখন নতুন বছরের উৎসব উৎযাপনের জন্য উৎসবের ব্যাকগ্রাউন্ড ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করে এই ছুটির দিনগুলিতে ভিডিও কল করতে পারবে। এছাড়াও একটি নতুন এ্যানিমেটেড প্রতিক্রিয়ার স্টিকার নিয়ে এসেছে। যখন কেউ কোনো ম্যাসেজের প্রতিক্রিয়া স্বরূপ পার্টির ইমোজি দেবে, তখন এই আনন্দমূলক অ্যানিমেশনটি যে পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে উভয়ের কাছেই দেখা যাবে।
এছাড়াও এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মটি নতুন স্টিকারও নিয়ে এসেছে। New Year's Eve (NYV)-এর জন্য একটি স্টিকার প্যাক বানানো হয়েছে, এমনকি নতুন বছরের থিমের সাথে সামঞ্জস্য রেখে Avatar-স্টিকারও দেওয়া হয়েছে। Whatsapp-এর মতে এই ফিচারগুলি দারুন মধ্যম যার দ্বারা যেকোনো রকম ছুটির দিনগুলিতে একে অপরের কাছে মজার সাথে শুভেচ্ছা পাঠানো যাবে।
এই কিছু সপ্তাহেই Whatsapp-এর আরও অন্যান্য সংযোজনের সাথে এই বৈশিষ্ট্যগুলিও যুক্ত হয়েছে। যেমন-এর আগের সপ্তাহে ভিডিও কলের জন্য কুকুরের বাচ্চার কান, জলের নিচ এবং ক্যারাওকে মাইক্রোফোন সহ আরো অনেক এফেক্ট রোলআউট করেছে। ব্যবহারকারীরা এখন মোট 10টি এফেক্ট ব্যবহার করতে পারবে।
এছাড়াও, ব্যবহারকারীরা এখন গ্রুপে নির্দিষ্ট অংশগ্রহণকারীদের জন্য কল নির্বাচন করতে পারবেন, যা পুরো চ্যাটে কোনো বাধা সৃষ্টি করবে না।
এর আগে WhatsApp-এর মধ্যে টাইপ করা দেখানোর জন্য একটি ফিচার এনেছিল। এখন একক বা গ্রুপ চ্যাটে কেউ টাইপ করলে তার প্রোফাইল ছবি সহ একটি সংকেত দেখা যাবে।
সম্প্রতি এটিতে অন্য একটি ফিচারও যোগ করা হয়েছে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট। এটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে, কোনো ব্যবহারকারীরা ভয়েস মেসেজ পাঠালে সেটি ভয়েস ট্রান্সক্রিপশনের মাধ্যমে টেক্সটের রূপে পৌঁছাবে। তবে উল্লেখযোগ্য ভাবে একটি বিষয় মনে রাখা উচিত যিনি ভয়েস পাঠাচ্ছেন তিনি টেক্সট দেখতে পাবেন না, যাকে পাঠাচ্ছেন তিনি দেখতে পাবেন। নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে দাবি করেছেন যে, এই ট্রান্সক্রিপ্টগুলি ডিভাইসের মধ্যেই তৈরি হয় তাই বহির্ভূত কেউ এই বিষয়বস্তুগুলি শুনতে বা পড়তে পারবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন