Vivo Y400 5G এর 6,000mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Photo Credit: Vivo
Vivo Y400 5G গ্ল্যাম হোয়াইট ও অলিভ গ্রীন রঙে উপলব্ধ
Vivo Y400 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হল। ভিভোর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে এসেছে। ফোনটি বেশ স্লিম এবং লাইটওয়েট ডিজাইনের। এটি 7.9 মিমি পুরু এবং ওজন 197 গ্রাম। নতুন হ্যান্ডসেটটিতে 6,000mAh ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 90 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Vivo Y400 5G-এর-এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আই কেয়ার ডিসপ্লে, ডুয়াল মডিউল কুলিং সিস্টেম, 16 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), ডুয়াল স্টেরিও স্পিকার, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, ও একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর টুল।
প্রথমেই ফটোগ্রাফি ডিপার্টমেন্টের প্রসঙ্গে আসা যাক। Vivo Y400 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4 অ্যাপারচার) রয়েছে। আর সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ক্যামেরায় ডুয়াল ভিউ, নাইট, টাইম-ল্যাপস, লাইভ ফটো, পোট্রেট স্টুডিও, এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো মোড আছে।
ভিভো ওয়াই400 5G এর সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট লোকাল পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন ক্ষতিকর নীল আলোর নির্গমন কমাবে বলে দাবি করা হয়েছে। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি + 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ।
Vivo Y400 5G-এর বিশাল 6,000mAh ব্যাটারি 90W চার্জারে 20 মিনিটের মধ্যে 1-50 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটিতে 40,000 স্কোয়ার মিমি ডুয়াল মডিউল কুলিং সিস্টেম রয়েছে। ভলিউম 400 শতাংশ বৃদ্ধি করা যাবে। IP68 + IP69 ডুয়াল রেটিং ফোনটিকে জল এবং ধুলো থেকে রক্ষা করবে। সঙ্গে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এছাড়া, AI ট্রান্সকিপ্ট অ্যাসিস্ট, AI নোট অ্যাসিস্ট, ও সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য বর্তমান।
ভারতে Vivo Y400 5G এর দাম 21,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা রাখা হয়েছে। ফোনটি গ্ল্যাম হোয়াইট ও অলিভ গ্রিন রঙে বাজারে পাওয়া যাবে। 7 আগস্ট থেকে Vivo India ই-স্টোর, Flipkart, Amazon এবং নির্বাচিত অফলাইন রিস্টেল স্টোরে বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন