WhatsApp is bringing group voice and video calls support for web users
Photo Credit: Unsplash/Grant Davies
WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর৷ জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করতে চলেছে। সেই নতুন বৈশিষ্ট্যটি বিশেষ করে হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজারদের জন্য আনছে কোম্পানি। স্মার্টফোন ও ডেস্কটপ অ্যাপের মতো এবার হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে সরাসরি গ্রুপ ভয়েস এবং ভিডিয়ো কল করার সুবিধা মিলবে। এই মুহূর্তে অ্যাপের ওয়েব ভার্সনে শুধু বার্তা পাঠানো ও সিঙ্গেল (এক জন) কল করার সুবিধা মেলে। কম্পিউটার কিংবা ল্যাপটপে গ্রুপের একাধিক সদস্যকে নিয়ে ভিডিও এবং অডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের জন্য নির্দিষ্ট উইন্ডোজ অ্যাপ প্রয়োজন। কিন্তু এবার সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই গ্রুপ চ্যাটের মধ্যে ভিডিও কল শুরু করা যাবে।
কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে ফুটে ওঠা QR কোড মোবাইল ফোনে স্ক্যান করে সহজেই হোয়াটসঅ্যাপ খুলে নেওয়া যায়। আলাদা করে ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয় না। কিন্তু যদি গ্রুপের আরেকজনকে ভিডিও কল করার দরকার পড়ে, তাহলে স্মার্টফোন বা ডেস্কটপ অ্যাপ থাকার প্রয়োজন হয়। অবশেষে সেই সমস্যার সমাধান আসছে।
অফিসিয়াল রিলিজের আগেই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সন্ধান দেওয়ার জন্য পরিচিত WABetainfo আসন্ন বৈশিষ্ট্যের সম্পর্কে জানিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সংখ্যা 300 কোটি। ওয়েব সংস্করণে গ্রুপ ভয়েস ও ভিডিও কল সাপোর্ট আসার ফলে জুম এবং গুগল মিটের উপর নির্ভরশীলতা কমতে পারে।
WhatsApp এখনও ফিচারটি সাধারণ ইউজারদের আনুষ্ঠানিকভাবে চালু করেনি। এটি এখনও পরীক্ষার (ডেভেলপমেন্ট) পর্যায়ে রয়েছে৷ তবে ইতিমধ্যেই আসন্ন ফিচারের স্ক্রিনশট অনলাইনে প্রকাশ হয়েছে। ফলে খুব শীঘ্রই চালু হওয়ার আশা করা যায়। হোয়াটসঅ্যাপ ওয়েবের গ্রুপ কলিং ফিচার প্রাথমিকভাবে 8 অথবা 16 জনের মধ্যে সীমাবদ্ধ রাখার সম্ভাবনা। পরে সেই লিমিট বাড়িয়ে 32 জন সদস্য করা হতে পারে। গ্রুপ ভিডিও কলে SD নাকি HD কোয়ালিটি পাওয়া যাবে, তা অবশ্য এখনও জানা যায়নি।
Photo Credit: WABetainfo
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু (Nyaya Setu) নামে AI-চালিত একটি চ্যাটবট চালু করেছে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক। এর মাধ্যমে দেশের নাগরিকরা সম্পূর্ণ নিখরচায় আইনি সহায়তা পাবেন। ন্যায় সেতু চ্যাটবটের কাছে যে কোনও সময় (24x7) দেওয়ানি, ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, গার্হস্থ্য হিংসা, ও কর্পোরেট সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ পাওয়া যাবে।
ন্যায় সেতু চ্যাটবট ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে 7217711814 নম্বরে মেসেজ করতে হবে। চ্যাটবটকে বৈবাহিক ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ দিতে অনুরোধ করতে পারবেন। এছাড়াও, পারিবারিক বিরোধ, ডিভোর্সের প্রক্রিয়া, ভরণপোষণের অধিকার, এবং সন্তানের হেফাজত সংক্রান্ত আইন নিয়ে তথ্যও মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.