ভারত সরকার ন্যায় সেতু (Nyaya Setu) নামে একটি নতুন AI-চালিত চ্যাটবট হোয়াটসঅ্যাপে চালু করেছে।
Photo Credit: Unsplash/Grant Davies
Nyaya Setu chatbot now available on WhatsApp
সমাজের সকল স্তরের মানুষের কাছে আইনি পরামর্শ এবং সাহায্য পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। নতুন বছর উপলক্ষে কেন্দ্র WhatsApp প্ল্যাটফর্মে ন্যায় সেতু (Nyaya Setu) নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-চালিত একটি চ্যাটবট চালু করেছে। আইন এবং বিচার মন্ত্রকের নতুন চ্যাটবটের মাধ্যমে সাধারণ নাগরিকরা সম্পূর্ণ নিখরচায় আইনি সহায়তা পাবেন। উকিলের কাছে ছোটার আগে হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই আইনের প্যাঁচালো নিয়মকানুন সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যাবে। চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সহজ ও বোধগম্য ভাষায় উত্তর দেবে। পরিষেবা 24x7 উপলব্ধ। অর্থাৎ যে কোনও সময় ঘরে বসে আইনি পরামর্শ নিতে পারবে আমজনতা।
হোয়াটসঅ্যাপে ন্যায় সেতু চ্যাটবটের কাছে দেওয়ানি, ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, গার্হস্থ্য হিংসা, ও কর্পোরেট সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ পাওয়া যাবে। আমজনতা যাতে তার অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকারের এমন উদ্যোগ।
Legal help is now just a message away!
— Ministry of Law and Justice (@MLJ_GoI) January 1, 2026
Nyaya Setu brings 'Ease of Justice' directly to your WhatsApp. Simply verify your mobile number to access a unified interface for legal advice and information. This smart navigation ensures that professional legal assistance is always… pic.twitter.com/ZZBl6rgitA
Nyaya Setu চ্যাটবটের কাছে বৈবাহিক ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ চাওয়া যেতে পারে। এছাড়াও, পারিবারিক বিরোধ এবং দাম্পত্য সমস্যা সংক্রান্ত বিষয়গুলিও অর্ন্তভুক্ত আছে। ডিভোর্সের প্রক্রিয়া, ভরণপোষণের অধিকার, এবং সন্তানের হেফাজত সংক্রান্ত আইন নিয়ে তথ্যও মিলবে।
মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের তৈরি ন্যায় সেতু AI চ্যাটবট কেবলমাত্র আইন বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে আপনাকে নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহল করতে পারে। আদালতে কেস করতে হলে এবং সেই মামলায় জিততে গেলে আপনাকে অবশ্যই একজন ভাল আইনজীবীর সহায়তা নিতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R India Launch Date Announced: Specifications, Features Expected
Meta Can See WhatsApp Chats in Breach of Privacy, Lawsuit Claims
Nothing Phone 4a Visits UAE’s TDRA Certification Website; Could Launch Soon: Expected Specifications
iQOO 15 Ultra Launch Date Announced; Tipped to Feature 7,400mAh Battery, Snapdragon 8 Elite Gen 5 Chip