আবারো Vivo কোম্পানীর ধামাকা, নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেল Vivo V50

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 ফেব্রুয়ারি 2025 11:56 IST
হাইলাইট
  • Vivo V50 মডেলটিতে IP68 এবং IP69-রেটেড ডিজাইন করা থাকতে পারে
  • এটি একটি 6000mAh ব্যাটারী পেতে পারে
  • এই ডিভাইসটি পুনরায় তিনটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা প্রদান করবে

Vivo V50 (ছবিতে) আগের V40 মডেলের সাথে কিছুটা মিল রয়েছে

Photo Credit: Vivo

Vivo-কোম্পানী তাদের আসন্ন V-সিরিজের ফ্লাগশিপ মডেল V50-ফোনটির বিবরণগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ভারতে V50-মডেলটি V40-মডেলের পরিবর্তে আসতে চলেছে, যেটি 2024 সালের আগস্ট মাসে ‘V40 Pro' মডেলের সাথে ভারতে উন্মোচিত হয়েছিল। মনে করা হচ্ছে যে, বেশ কিছু গুজবের পর, ভিভো কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, তাদের আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনটির ব্যাপারে বেশ কিছু বিবরণ তারা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে, তবে এখনো পর্যন্ত তারা ফোনটির প্রসেসর, চার্জিং স্পিড এবং আরো কিছু বিবরণ প্রকাশ করেননি। এছাড়াও ল্যান্ডিং পেজটিতে ফোনটির কসমেটিক ডিজাইনের পাশাপাশি লঞ্চের সময় এটি কি রঙের বিকল্পে উপলব্ধ হবে সেটিও প্রকাশ করা হয়েছে।

দেখা যাচ্ছে Vivo V50-এর ডিজাইনটি পরিবর্তিত মডেলের সাথে অনেকাংশে একই ধরনের, শুধু এটি একটু বেশি গোলাকার রূপ পেয়েছে। অন্যদিকে ফোনটির ডিসপ্লে বিষয়ক ডিজাইনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এটিতে ডুয়াল কার্ভড এজ প্যানেলের পরিবর্তে একটি কোয়াড কার্ভড প্যানেল দেখা যাবে, মানে ডিসপ্লেটির দুই দিকের বদলে (ডান এবং বাম) চারদিকের এজগুলি সামান্য বক্র থাকবে, যা আগে Vivo V4O-তে দেখা গিয়েছে।

এছাড়াও ফোনটির IP-রেটিংও উন্নতমানের করা হয়েছে, যা ধূলো এবং জলের জন্য অফিসিয়াল IP68 এবং IP69 রেটিং পেয়েছে। ফোনটি রোজ-রেড, স্ট্যারি-ব্লু, এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।

ফোনটির পিছনের অংশে এর আগের মডেলটির মত একই ধরনের চাবির মত গর্ত আকারের ক্যামেরা মডিউল আছে এবং এটি পুনরায় সেই জায়গায় দুটি ক্যামেরা ধরে রেখেছে। তিনটি ক্যামেরাই 50-মেগাপিক্সেলের সেন্সর পাবে বলে সাইটটিতে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটিতে সম্ভবত একটি 50- মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা,একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও এটিতে ভিভোর পূর্ববর্তী মডেলের তুলনায় অনেক বড়ো আকারের কোম্পানির ‘aura lighit' ফিচারটি উপস্থিত আছে।

এর পাশাপাশি ল্যান্ডিং পেজটিতে আরো অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটিতে সম্প্রতি কোম্পানির ফ্লাগশিপ মডেল Vivo X200 Pro-এর মত একটি 6000mAh ব্যাটারী, Funtouch OS 15 এবং কিছু AI ও ক্যামেরা ফিচারও যুক্ত আছে। যদিও এটির প্রসেসর এবং চার্জিং স্পিড এখনও নিশ্চিত করা হয়নি। পূর্বের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, এটি একটি কোয়ালকমের Snapdragon 7 Gen 3 SoC পেতে পারে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী ভারতে আলোচিত ফোনটি 18-ই ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70: মোটোরোলা 50MP সেলফি ক্যামেরার সবচেয়ে স্লিম ফোন লঞ্চ করে চমকে দিল
  2. 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
  3. Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
  4. Redmi Turbo 5: রেডমির 9,000mAh ব্যাটারির ফোন নিয়ে বড় আপডেট, বাজার কাঁপাতে লঞ্চ শীঘ্রই
  5. Moto G67 Power 5G সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. Google Pixel 9a স্মার্টফোন 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে, অফার মিস করবেন না
  7. Vivo X300 Ultra টেক্কা দেবে DSLR-কেও? ডুয়াল 200MP ক্যামেরা ভাঙতে পারে রেকর্ড!
  8. Tecno মাত্র 9,999 টাকায় অপরূপ দেখতে ফোন আনল, 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  9. Vivo Y500 Pro সস্তায় 200MP ফ্ল্যাগশিপ ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে 10 নভেম্বর লঞ্চ হচ্ছে
  10. ChatGPT Go: প্রায় 4,800 টাকা দামের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন আজ থেকে ফ্রি, কীভাবে পাবেন জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.