আবারো Vivo কোম্পানীর ধামাকা, নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেল Vivo V50

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 ফেব্রুয়ারি 2025 11:56 IST
হাইলাইট
  • Vivo V50 মডেলটিতে IP68 এবং IP69-রেটেড ডিজাইন করা থাকতে পারে
  • এটি একটি 6000mAh ব্যাটারী পেতে পারে
  • এই ডিভাইসটি পুনরায় তিনটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা প্রদান করবে

Vivo V50 (ছবিতে) আগের V40 মডেলের সাথে কিছুটা মিল রয়েছে

Photo Credit: Vivo

Vivo-কোম্পানী তাদের আসন্ন V-সিরিজের ফ্লাগশিপ মডেল V50-ফোনটির বিবরণগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ভারতে V50-মডেলটি V40-মডেলের পরিবর্তে আসতে চলেছে, যেটি 2024 সালের আগস্ট মাসে ‘V40 Pro' মডেলের সাথে ভারতে উন্মোচিত হয়েছিল। মনে করা হচ্ছে যে, বেশ কিছু গুজবের পর, ভিভো কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, তাদের আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনটির ব্যাপারে বেশ কিছু বিবরণ তারা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে, তবে এখনো পর্যন্ত তারা ফোনটির প্রসেসর, চার্জিং স্পিড এবং আরো কিছু বিবরণ প্রকাশ করেননি। এছাড়াও ল্যান্ডিং পেজটিতে ফোনটির কসমেটিক ডিজাইনের পাশাপাশি লঞ্চের সময় এটি কি রঙের বিকল্পে উপলব্ধ হবে সেটিও প্রকাশ করা হয়েছে।

দেখা যাচ্ছে Vivo V50-এর ডিজাইনটি পরিবর্তিত মডেলের সাথে অনেকাংশে একই ধরনের, শুধু এটি একটু বেশি গোলাকার রূপ পেয়েছে। অন্যদিকে ফোনটির ডিসপ্লে বিষয়ক ডিজাইনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এটিতে ডুয়াল কার্ভড এজ প্যানেলের পরিবর্তে একটি কোয়াড কার্ভড প্যানেল দেখা যাবে, মানে ডিসপ্লেটির দুই দিকের বদলে (ডান এবং বাম) চারদিকের এজগুলি সামান্য বক্র থাকবে, যা আগে Vivo V4O-তে দেখা গিয়েছে।

এছাড়াও ফোনটির IP-রেটিংও উন্নতমানের করা হয়েছে, যা ধূলো এবং জলের জন্য অফিসিয়াল IP68 এবং IP69 রেটিং পেয়েছে। ফোনটি রোজ-রেড, স্ট্যারি-ব্লু, এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।

ফোনটির পিছনের অংশে এর আগের মডেলটির মত একই ধরনের চাবির মত গর্ত আকারের ক্যামেরা মডিউল আছে এবং এটি পুনরায় সেই জায়গায় দুটি ক্যামেরা ধরে রেখেছে। তিনটি ক্যামেরাই 50-মেগাপিক্সেলের সেন্সর পাবে বলে সাইটটিতে উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটিতে সম্ভবত একটি 50- মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা,একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও এটিতে ভিভোর পূর্ববর্তী মডেলের তুলনায় অনেক বড়ো আকারের কোম্পানির ‘aura lighit' ফিচারটি উপস্থিত আছে।

এর পাশাপাশি ল্যান্ডিং পেজটিতে আরো অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটিতে সম্প্রতি কোম্পানির ফ্লাগশিপ মডেল Vivo X200 Pro-এর মত একটি 6000mAh ব্যাটারী, Funtouch OS 15 এবং কিছু AI ও ক্যামেরা ফিচারও যুক্ত আছে। যদিও এটির প্রসেসর এবং চার্জিং স্পিড এখনও নিশ্চিত করা হয়নি। পূর্বের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, এটি একটি কোয়ালকমের Snapdragon 7 Gen 3 SoC পেতে পারে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী ভারতে আলোচিত ফোনটি 18-ই ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  2. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  3. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  4. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  5. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  6. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  7. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  8. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  9. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  10. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.