সাধারণ 4K টিভির থেকে কেন এগিয়ে Samsung -এর Crystal TV 4K টিভি?

সাধারণ 4K টিভির থেকে কেন এগিয়ে Samsung -এর Crystal TV 4K টিভি?
বিজ্ঞাপন

সম্প্রতি নতুন জেনারেশনের 4K UHD টিভি লঞ্চ করেছে Samsung। একই সঙ্গে বাজারে এসেছে Crystal 4K ও 4K Pro। বিগত 14 বছর ধরে ভারতের এক নম্বর টিভির ব্র্যান্ড Samsung। দেশের এক নম্বর কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে UHD টিভির দুনিয়ায় ফের বিপ্লব আনতে চলেছে Crystal 4K। কারণ হিসাবে Samsung জানিয়েছে এই টিভির ডিসপ্লেতে ব্যবহার হয়েছে প্রযুক্তিগত ভাবে এগিয়ে থাকা অত্যাধুনিক প্রযুক্তি যা টিভি দেখার অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও UHD টিভির সেগমেন্টের ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরি করবে এই টিভি। আপনি যদি একটি 4K টিভি কেনার পরিকল্পনা করে থাকেন তবে অবশ্যই দেখে নিন Samsung -এর Crystal TV 4K সিরিজের টিভিগুলি। দেখলে তবেই বুঝতে পারবেন এই টিভির মাধ্যমে কতটা ভালো ছবি দেখার সুযোগ করে দিচ্ছে Samsung।

Samsung -এর নতুন ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন ট্রু কালার, সঙ্গে রয়েছে অপটিমাইজড কালার এক্সপ্রেশন। এর ফলে আপনি ছবির প্রত্যেকটি খুঁটিনাটি দেখতে পাবেন। আজকাল প্রায় প্রত্যেক বাড়িতে যে Full-HD টিভি থাকে সেই টিভিগুলির থেকে এই 4K টিভিতে চার গুণ বেশি পিক্সেল উপস্থিত রয়েছে। তার ছবিতেও এই পরিমাণ বেশী ডিটেল দেখতে পাবেন। যদিও এই টিভি কেনার একমাত্র কারণ এটা নয়। Crystal 4K  ও 4K Pro ডিসপ্লে ও ডিজাইনের দুনিয়ায় এক নতুন বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করেছে। মিড-প্রিমিয়াম দামে এই টিভিগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে।

UHD ডিসপ্লের নতুন সংজ্ঞা

Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro টেলিভিশনে রয়েছে একগুচ্ছ নতুন এনহান্সমেন্ট যা এই টিভির ডিসপ্লেকে আরও রঙিন ও ইমার্সিভ করে তোলে। PurColor  প্রযুক্তির মাধ্যমে সিনেমা দেখার অভিজ্ঞতা আরও ভালো হয়ে উঠবে। অনেক বেশি রং দেখিয়ে এই টিভির ডিসপ্লে দুর্দান্ত পিকচার পারফরমেন্স দেবে। ডিসপ্লের রংকে স্বাভাবিক রাখতে ডিসপ্লে ব্যাক লাইট টিউনিং  ও কালার ফিল্টার অপটিমাজ করেছে Samsung। এর ফলে ন্যাচারাল কালার টোনের সঙ্গেই ডিসটরশান ফ্রি ছবি দেখা যাবে। এই জন্য থাকছে 'native white' প্রযুক্তি।

এই সিরিজের টিভিগুলিতে থাকছে HDR (High Dynamic Range) প্রযুক্তি ও Dolby Vision ও HDR 10+ সাপোর্ট। ডিসপ্লের প্রযুক্তির সবথেকে জনপ্রিয় দুটি ফর্ম্যাট সাপোর্ট করার কারণেই আপনার যে কোন কনটেন্ট দেখার সময় সবথেকে ভালো অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এছাড়াও এই টিভিতে কোন লো রেজোলিউশন ভিডিও চালালে টিভির Crystal Processor 4K  সেই ভিডিওকে আপস্কেল করে 4K করে দেবে। DTH অথবা স্ট্রিমিং সার্ভিসের ভিডিওকেও আপস্কেল করতে পারবে এই টিভিগুলি। আপস্কেলিং ছাড়াও সফিস্টিকেটেড 16-bit 3D কালার ম্যাপিং ব্যবহার করে  ছবির কনট্রাস্ট রেশিও অপটিমাইজ, HDR¬-এ উন্নতি করবে।

এই ডিসপ্লের ঝুলিতে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এর মধ্যে অন্যতম Motion Xcelerator ফিচার। এর ফলে আপনি যে কনটেন্ট দেখছেন সেখানে নিজে থেকে ফ্রেম যোগ করে আরও ভালো টিভি দেখার অভিজ্ঞতায় সাহায্য করবে এই টিভি। কখন কাজে লাগবে এই ফিচার? ফাস্ট অ্যাকশন মুভিতে অ্যাকশন সিন আরও পরিষ্কার হবে। এছাড়াও ক্রিকেট, ফুটবল, ফর্মুলা ওয়ান  ও অন্যান্য দ্রুতগতির খেলা দেখার সময় আরও মসৃণ ছবি উপভোগ করতে পারবেন।

ভালো দেখতে, দুর্দান্ত আওয়াজ ও আগের থেকেও স্মার্ট

Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro সিরিজে শুধু ডিসপ্লে নয়, ডিজাইন ও অন্যান্য বিভাগেও নতুন যুগের সূচনা করেছে এই টিভি। যদিও এই টিভিতে শুরুতেই দুর্দান্ত ডিসপ্লের দিকে নজর গেলেও ডিজাইনেও পিছয়ে নেই এই টিভি। এই টিভিতে রয়েছে তিন দিকে বেজেল লেস AirSlim ডিজাইন। এর ফলে টিভি দেখার সময় আপনি শুধুমাত্র ছবিতেই ফোকাস করতে পারবেন। এই টিভিতে থাকছে আধুনিক ও মিনিমালিস্ট লুক।

যদিও শুধুমাত্র আধুনিক ডিজাইন নয়, Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro তে রয়েছে দুর্দান্ত সাউন্ড। এই টিভির অ্যাডাপটিভ প্রযুক্তির মাধ্যমে টিভি যে পরিবেশে ও যে  ধরনের স্পিকারের সঙ্গে কানেকটেড রয়েছে সেই অনুযায়ী নিজে থেকে অ্যাডজাস্ট হয়। এছাড়াও এই টিভিতে সাউন্ড বার ও টিভির সাউন্ড একসঙ্গে ব্যবহার করা যাবে। যা আরও ইমার্সিভ সারাউন্ড সাউন্ড দিতে সাহায্য করবে। Samsung Q  সিরিজ সাউন্ড বার ব্যবহার করে এই ফিচারের সুবিধা নেওয়া যাবে।

অন্যান্য ফিচার

উপরের এই সব ফিচার একটি টিভিতে একসঙ্গে পাওয়া যাবে কারণ এটা Samsung -এর তৈরি সবথেকে স্মার্ট টিভিগুলির মধ্যে অন্যতম। Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro সিরিজের টিভিগুলিতে রয়েছে ইন-বিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এর ফলে আপনি খুব দ্রুত টিভির বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও টিভিকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এই টিভিতে Samsung Bixby অথবা Amazon Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা থাকছে। এই টিভির বিশেষ Game Mode এর মাধ্যমে রেসপন্স টাইম কমবে, ফলে সহজেই Xbox অথবা PlayStation কনসোল ব্যবহার করে গেম খেলা যাবে। এছাড়াও Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro-তে এক ট্যাপে যে কোন মুভি অথবা মিউজিক মিরর করা যাবে। Samsung TV Plus-এর মাধ্যমে এই টিভিতে পৌঁছে যাবে টিভি কনটেন্টের লাইভ স্ট্রিমিং। থাকছে Samsung -এর সব ভার্চুয়াল চ্যানেল। Samsung -এর PC on TV ফিচারের মাধ্যমে কম্পিউটার ও মোবাইল ফোন টিভি থেকে অ্যাকসেস করা যাবে।

Amazon, Flipkart ও Samsung e-Store থেকে Samsung -এর Crystal 4K টিভি কেনা যাবে। Crystal TV 4K  সিরিজের 43 ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে 37,990 টাকা থেকে। 43 ইঞ্চি ডিসপ্লের Crystal 4K Pro  কিনতে মাত্র 39,990 টাকা খরচ হবে। 43 ইঞ্চি মডেল ছাড়াও 50  ইঞ্চি, 55 ইঞ্চি ও 65 ইঞ্চি মডেলে পাওয়া যাবে Samsung -এর নতুন Crystal 4K ও 4K Pro। Crystal 4K টিভির 65 ইঞ্চি ডিসপ্লে মডেল কিনতে খরচ হবে 87,990 টাকা। অন্যদিকে Crystal TV 4K Pro টিভির 65 ইঞ্চি মডেলের দাম 91,990 টাকা। এছাড়াও 58 ইঞ্চি ডিসপ্লের সহ পাওয়া যাবে Crystal TV 4K Pro। এই টিভি কিনতে খরচ হবে 59,990 টাকা।

তাহলে আপনি কীসের অপেক্ষা করছেন? Samsung -এর নতুন Crystal TV 4K ও 4K Pro সিরিজের টিভিগুলি এখনই দেখে নিন। Amazon, Flipkart অথবা Samsung e-Store থেকে প্রি-অর্ডার করার সুযোগ নিন। রয়েছে সহজ EMI।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Television, Samsung, 4K
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
#সর্বশেষ খবর
  1. 5,500mAh-ব্যাটারী নিয়ে উন্মোচিত হলো Motorola Edge 60 Fusion
  2. প্রকাশিত হলো iQOO Z10X হ্যান্ডসেটটির ডিজাইন এবং কিছু মূল বৈশিষ্ট্য
  3. 7300mAh-ব্যাটারীর সাথে লঞ্চ হয়ে গিয়েছে Vivo Y300 Pro+
  4. ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’
  5. প্রেক্ষাগৃহের পর এবার OTT প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে তেলেগু কমেডি সিনেমা “রবিন হুড”
  6. Infinix Note 40X 5G-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে একদম নতুন Infinix Note 50X 5G
  7. বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, Realme GT 7 হ্যান্ডসেটটিকে, এটি কি লঞ্চের ঈঙ্গিত দিচ্ছে!
  8. প্রিমিয়াম স্মার্টফোনগুলির জন্য কোয়ালকম খুব শীঘ্রই দুটি ফ্লাগশিপ চিপসেট নিয়ে আসতে পারে
  9. খুব শীঘ্রই WhatsApp চ্যাটে দেখা যেতে পারে একটি নতুন ফিচার: মোশন ফটো
  10. মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলো Honor Pad X9a ট্যাবলেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »