সারা ভারতে শুরু হচ্ছে উৎসবের মরশুম। তার ঠিক আগেত সেলের ডালি সাজিয়ে হাজির ই-কমার্স ওয়াবসাইটগুলি। আগামী 10 অক্টোবর শুরু হবে Amazon এর ‘Great Indian Festival’ সেল। একই দিনে শুরু হবে Flipkart এর ‘Big Billion Days’ সেল। আগামী 10-15 অক্টোবর পর্যন্ত চলবে Amazon এর ‘Great Indian Festival’ সেল। এই সেলে জনপ্রিয় সব গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেবে Amazon। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও হোম অ্যাপ্লায়েস প্রোডাক্টে পাওয়া যাবে বিশাল ছাড়। তবে Flipkart এ বিভিন্ন দিনে আলাদা বিভাগে সেল চললেও Amazon এর ‘Great Indian Festival’ সেলে প্রথম দিন থেকেই সব বিভাগের সেল শুরু হয়ে যাবে। তবে সাধারন গ্রাহকের থেকে যে কোন ডিলে Prime গ্রাহকরা আগে সুযোগ পাবেন।
SBI এর সাথে হাত মিলিয়ে এই বছর সেলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় দেবে Amazon। শুধুমাত্র SBI ডেবিট কার্ড গ্রাহকরাই এই সুবিধা পাবেন। এছাড়াপ Amazon Pay ব্যালেন্সে 3000 টাকা রিচার্জে 300 টাকা ক্যাশব্যাকের ঘোষণা করেছে মার্কিন ই-কমার্স জায়েন্ট। 8 অক্টোবরের আগে এই রিচার্জ করতে হবে। এছাড়াও এই বছর একাধিক নতুন উপায়ে পেমেন্ট গ্রহন করবে Amazon।
Amazon এর ‘Great Indian Festival’ সেল থেকে কী আশা করা যেতে পারে?
লিমিটেড পিরিওড ডিসকাউন্ট ও লাইটনিং ডিলের মাধ্যমে একাধিক প্রোডাক্টে আকর্ষনীয় ছাড় মিলবে এই ছর Amazon এর ‘Great Indian Festival’ সেলে। অল্প পরিমানের প্রোডাক্টে চলতে থাকবে এই লাইটনিং ডিল। এটা খানিকটা ফ্ল্যাশ সেলের মতো কাজ করবে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট বাধ্যতামূলক।
Amazon জানিয়েছে এই বছরের ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল’ সেলে বিভিন্ন বিভাগের প্রোডাক্টে বিশাল ছাড় পাওয়া যাবে। এর মধ্যে 55 শতাংশ প্রোডাক্ট ইলেকট্রনিক আইটেম। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি ও হোম অ্যাপলায়েন্সে পাওয়া যাবে বিশাল ছাড়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন