ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহককে EMI এর সুবিধা দেবে Amazon

এই সুবিধা ব্যবহারের জন্য আপনাকে আধার নম্বর ও প্যান নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আধার যে নম্বরে রেজিস্টার করা সেই নম্বরে আসা  OTP কনফার্ম করলে তবেই Amazon Pay EMI তে রেজিস্টার হবে গ্রাহক।

ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহককে EMI এর সুবিধা দেবে  Amazon

ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই লোণ পাবেন Amazon গ্রাহক।

হাইলাইট
  • এবার থেকে Amazon Pay EMI পেমেন্ট মেথডে Amazon থেকে জিনিস কেনা যাবে
  • গ্রাহক ডেবিট কার্ড কানেক্ট করে এই সুবিধা নিতে পারবেন
  • গেলে 8,000 টাকা বা তার বেশি কেনাকাটায় এই পেমেন্ট অপশান দেখতে পাবেন গ্রাহক
বিজ্ঞাপন

নতুন Amazon অ্যাপ এ একটি ব্যানারে জানানো হয়েছে এবার থেকে Amazon Pay EMI পেমেন্ট মেথডে Amazon থেকে জিনিস কেনা যাবে। এর ফলে ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই লোণ পাবেন গ্রাহকরা। গ্রাহক ডেবিট কার্ড কানেক্ট করে এই সুবিধা নিতে পারবেন।  HDFC ব্যাঙ্ক,  ICICI ব্যাঙ্ক,  কানাড়া ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পরবেন।  3 মাস থেকে  12 মাসের  EMI অপশানে গ্রাহকরা এই লোন পাবেন।

আগে থেকে Amazon Pay EMI ব্যবহারে অনুমোদন মিলেছে কিছু গ্রাহকের। এই সুবিধা ব্যবহারের জন্য আপনাকে আধার নম্বর ও প্যান নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আধার যে নম্বরে রেজিস্টার করা সেই নম্বরে আসা  OTP কনফার্ম করলে তবেই Amazon Pay EMI তে রেজিস্টার হবে গ্রাহক। এর পরে গ্রাহককে ডেবিট কার্ডের মাধ্যমে অটো পেমেন্ট অপশান চালু করতে হবে। অন্তত  8,000 টাকার কেনাকাটা করলে তবেই Amazon Pay EMI ব্যবহার করা যাবে। আপাতত শুধুমাত্র মোবাইল গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

একবার রেজিস্টার করা হয়ে গেলে 8,000 টাকা বা তার বেশি কেনাকাটায় এই পেমেন্ট অপশান দেখতে পাবেন গ্রাহক। তবে সর্বোচ্চ কত টাকা লোণ পাওয়া যাবে তা  Amazon এর পরিবর্তে ঠিক করবে যে কোম্পানি লোণ দিচ্ছে শয়ে। জুয়েলারি, গিফট কার্ড, Amazon Pay টপ আপ ও Amazon গ্লোবাল স্টোরের প্রোডাক্টে এই সুবিধা পাওয়া যাবে না।

নতুন এই সহজ  EMI অপশানের ফলে ভারতের বাজেট সচেতন গ্রাহকের প্রিমিয়াম দামি জিনিস কেনা আরও সহজ হয়ে উঠবে। এর জন্য ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক নয়। ডেবিট কার্ডের মাধ্যমেই সহজ কিস্তিতে গ্রাহক  EMI এর সুবিধা নিতে পারবেন।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  2. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
  3. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  4. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  5. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  6. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  7. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  8. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  9. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  10. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »