সম্প্রতি Big Billion Days সেল এর ঘোষণা করেছে Flipkart। আগামী সপ্তাহে 10 অক্টোবর থেকে শুরু হবে এই সেল। পাঁচ দিন ধরে চলবে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’ সেল। একই দিনে শুরু হবে Amazon এর ‘Great Indian Festival’ সেল। Flipkart ‘Big Billion Days’ সেলে জনপ্রিয় সব গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেবে Flipkart। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ও হোম অ্যাপ্লায়েস প্রোডাক্টে পাওয়া যাবে বিশাল ছাড়। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সেলিব্রিটিকে এই সেলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এই তেলিকায় যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন তেমনি রয়েছেন ক্রিকেট স্টার বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি প্রমুখ। কোম্পানির ইতিহাসে সবথেকে বড় সেল হতে চলেছে এই বছরের ‘বিগ বিলিয়ান ডেস’।
একাধিক প্রোডাক্টে বিশাল ছাড়ের পাশাপাশি এই বছর অনেক নতুন পেমেন্ট অপশান নিয়ে এসেছে Flipkart। এর ফলে অনলাইন শপিং এর দুনিয়ায় নতুন গ্রাকদের কেনাকাটায় অনেক সুবিধা হবে। এই সেলে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবীট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
এছাড়াও এই বছর প্রথম Flipkart Plus গ্রাহকরা ‘বিগ বিলিয়ান ডেস’ সেলে অংশ নিতে পারবেন। এর ফলে যে কোন সেলে আগে অংশগ্রহন সহ বিনামূল্যে শিপিং এর সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
নির্দিষ্ট দিনে আলাদা বিভাগে সেল চলবে এই বছরের Flipkart ‘বিগ বিলিয়ান ডেস’ সেলে। প্রথম দিন ফ্যাশান, টিভি ও অ্যাপ্লায়েন্স ও স্মার্ট ডিভাইসে ছাড় দেবে অনলাইন ই-কমার্স সাইটটি। দ্বিতীয় দিনে থাকবে স্মার্টফোন, গ্যাজেট অ্যাকসেসারিজ, ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে বিশাল ছাড়। 10-14 অক্টোবর চলবে এই সেল।
ক্রেজি ডিলস: ‘বিগ বিলিয়ান ডেস’ সেলের সময় প্রত্যেক আট ঘটা পরে এই ডিল বদলে যাবে। খুব জলদি এই প্রোডাক্টের স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মহা প্রাইস ড্রপ: নির্দিষ্ট সময়ের জন্য সাধারন ছাড়ের উপরে অতিরিক্ত ছাড় দেবে Flipkart। এর জন্য সারাক্ষন মোবাইলে বা কম্পিউটারে Flipkart খুলে বসে থাকতে হবে।
রাশ আওয়ার: শুধুমাত্র প্রথম দুই ঘন্টায় চলবে এই ডিল।
ফ্ল্যাশ সেল: ফ্ল্যাশ সেলের অধীনে 120 ঘন্টায় 120 টি আলাদা ডিল চলবে বলে জানিয়েছে Flipkart।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন