Amazon Great Indian Festival Sale মঙ্গলবার মধ্যরাত থেকেই সমস্ত ব্যবহারকারীদের জন্য লাইভ হয়েছে।
Photo Credit: Acer
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 30,000 টাকার মধ্যে সেরা ল্যাপটপ
Amazon Great Indian Festival Sale মঙ্গলবার মধ্যরাত থেকেই সমস্ত ব্যবহারকারীদের জন্য লাইভ হয়েছে। ই-কমার্স ব্র্যান্ডটির উৎসব সেলে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্পিকার, হেডফোন, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স সহ প্রচুর পণ্য আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। ল্যাপটপেও মিলছে বাম্পার ডিসকাউন্ট। Asus, Acer, ও Lenovo-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপ বাজারের থেকে অনেকটা কম দামে কেনা যাচ্ছে। কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, এবং ব্যাংক ডিল ব্যবহার করে সাশ্রয়ের পরিমাণ আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। 30,000 টাকার কমে বাজেট ল্যাপটপ খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে অ্যামাজন।
যদি আপনি নতুন একটি বাজেট ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন, তাহলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 30,000 টাকার নিচে দারুণ অপশন পাবেন। কেনাকাটায় 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি থাকবে ক্যাশব্যাক অফার, এক্সচেঞ্জ বোনাস, এবং নো-কস্ট EMI। SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এই প্রতিবেদনে কয়েকটি সেরা বাজেট ল্যাপটপের লিস্ট দেওয়া হল, যেগুলি 30,000 টাকার মধ্যে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন কেনা যাবে। মনে রাখবেন, এই দামে অতিরিক্ত ছাড় ধরা হয়নি, যা নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে।
মডেল | দাম | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
---|---|---|---|
Acer Aspire Lite (AMD Ryzen 3) | 46,990 টাকা | 25,990 টাকা | এখানে কিনুন |
Asus Vivobook Go 15 (AMD Ryzen 3) | 44,990 টাকা | 28,985 টাকা | এখানে কিনুন |
Acer Aspire 3 (Intel Core Celeron N4500) | 32,999 টাকা | 21,970 টাকা | এখানে কিনুন |
Acer Aspire Lite (Intel Core i3 13th Gen) | 50,990 টাকা | 28,990 টাকা | এখানে কিনুন |
Asus Chromebook CX1405 (Intel Core Celeron N4500) | 27,990 টাকা | 19,990 টাকা | এখানে কিনুন |
Asus Vivobook Go 14 (AMD Ryzen 3) | 43,990 টাকা | 28,990 টাকা | এখানে কিনুন |
Lenovo V15 G4 (AMD Athlon Silver 7120U) | 38,000 টাকা | 25,979 টাকা | এখানে কিনুন |
Acer Aspire 3 (Intel Core i3 13th Gen) | 39,990 টাকা | 28,970 টাকা | এখানে কিনুন |
Lenovo IdeaPad 3 (Intel Core i3 12th Gen) | 55,190 টাকা | 30,490 টাকা | এখানে কিনুন |
Asus Vivobook 15 (Intel Core i3 12th Gen) | 54,990 টাকা | 30,990 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন