যদি 1,000 টাকার মধ্যে TWS ইয়ারফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অপশন পাবেন।
Photo Credit: Mivi
2,999 টাকা MRP-র Mivi Duopods i2 মিলছে 599 টাকায়
Amazon Great Indian Festival Sale মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়ে এখনও বাম্পার ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতাদের খুশি করে চলেছে। এই মেগা সেলে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্পিকার, হেডফোন, স্মার্ট টিভি, প্রোজেক্টার, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার সহ প্রচুর পণ্য আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি যদি 1,000 টাকার মধ্যে বাজেট TWS ইয়ারফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অপশন পাবেন। Boat, Mivi, Boult, Truke-এর ব্লুটুথ ইয়ারবাডস বিক্রি হচ্ছে কম দামে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।
1,000 টাকার মধ্যেও, Boat, Truke-এর মতো ব্র্যান্ডের নির্বাচিত TWS ইয়ারফোনগুলিতে ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বৈশিষ্ট্য না থাকলেও, ফাস্ট চার্জিং, কম ল্যাটেন্সি এবং দীর্ঘ ব্যাটারি লাইফের সুবিধা রয়েছে। এই প্রতিবেদনে কয়েকটি ইয়ারবাডসের লিস্ট দেওয়া হল, যেগুলি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2025 চলাকালীন কেনা যাবে। মনে রাখবেন, সরাসরি ছাড় ছাড়াও, গ্রাহকরা এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পেতে পারেন।
জানিয়ে রাখি, Amazon তাদের Great Indian Festival সেলে TWS ইয়ারফোন ক্রেতাদের জন্য তিন মাসের JioSaavn Pro-এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এতে বিজ্ঞাপন-মুক্ত মিউজিক স্ট্রিমিং, অফলাইন প্লেব্যাক, ও উচ্চতর বিটরেটের মতো সুবিধা রয়েছে।
| মডেল | দাম | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
|---|---|---|---|
| Truke crystal dyno | 2,999 টাকা | 799 টাকা | এখানে কিনুন |
| Boat Airdopes 141 | 3,990 টাকা | 799 টাকা | এখানে কিনুন |
| Mivi DuoPods i2 | 2,999 টাকা | 599 টাকা | এখানে কিনুন |
| Boult Audio Z20 Pro | 5,999 টাকা | 899 টাকা | এখানে কিনুন |
| Boat Airdopes Plus 311 | 3,990 টাকা | 799 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development