ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Oppo, Poco, এবং iQOO-এর ফোন 10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
Photo Credit: Oppo
Oppo K13x ভারতে 11,999 টাকায় লঞ্চ হয়েছিল
Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival মঙ্গলবার মধ্যরাত থেকে সবার জন্য চালু হয়ে গিয়েছে। ভারতের সবচেয়ে বড় এই ফেস্টিভ সেলে খুব বেশি খরচ না করেই ভাল স্মার্টফোন কেনার দারুণ সুযোগ পাওয়া যাচ্ছে। 10,000 টাকার মধ্যে Oppo, Poco, এবং iQOO-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডসেটে মিলছে চমকপ্রদ ছাড়। বাজারে যা দাম তার থেকে অনেক সস্তায় বিক্রি হচ্ছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। যারা সাধ্যের মধ্যে ভাল পারফরম্যান্স ও আধুনিক ফিচার সহ নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্যই এটাই সেরা সময়।
যদি আপনি 10,000 টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে Oppo K13x ফ্লিপকার্টে 9,499 টাকায় পাওয়া যাচ্ছে। এটি জুন মাসে ভারতে লঞ্চ হওয়ার সময় দাম ছিল 11,999 টাকা। iQOO Z10 Lite 5G মডেলটির দামও 9,000 টাকার নিচে নেমে এসেছে। ফ্লিপকার্ট ও অ্যামাজন উভয়েই সরাসরি ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার এবং এক্সচেঞ্জ ডিল অফার করছে।
অ্যামাজনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট, ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড EMI লেনদেনের উপর 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় রয়েছে। অন্য দিকে, ফ্লিপকার্টে অ্যাক্সিস ফ্লিপকার্ট ও ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে করা পেমেন্টের উপর 10 শতাংশ ছাড় মিলছে। এছাড়াও, কুপন-ভিত্তিক ছাড় এবং এক্সচেঞ্জ ডিল রয়েছে। মাসের শেষে পকেট শূন্য থাকলেও নো-কস্ট ইএমআই অফারের সুবিধা নিতে পারবেন। চলুন অ্যামাজন এবং ফ্লিপকার্টে 10,000 টাকার কম দামের স্মার্টফোনের সেরা ডিলগুলি দেখে নেওয়া যাক।
মডেল | দাম | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
---|---|---|---|
Redmi A4 5G | 10,999 টাকা | 7,499 টাকা | এখানে কিনুন |
Realme Narzo 80 Lite | 13,999 টাকা | 8,999 টাকা | এখানে কিনুন |
Lava Storm Play 5G | 13,499 টাকা | 8,999 টাকা | এখানে কিনুন |
iQOO Z10 Lite 5G | 13,999 টাকা | 8,999 টাকা | এখানে কিনুন |
Oppo K13x | 11,999 টাকা | 9,499 টাকা | এখানে কিনুন |
Poco M7 Plus | 13,999 টাকা | 10,999 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন