গ্রাহকের দরজায় ডেলিভারির জন্য নতুন রোবট নিয়ে এল ই-কমার্স জায়েন্ট Amazon। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল শহরতলিতে এই রোবট পরীক্ষামুলকভাবে চালাবে Amazon।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
নীল রঙের এই রোবটে থাকছে ছয়টি চাকা। পাশে থাকছে কোম্পানির লোগো। ক্লোম্পানি জানিয়েছে ফুটপাথ দিয়ে গিয়ে গ্রাহকের দরজায় ডেলিভারি করতে পারবে এই রোবট।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
কোম্পানি জানিয়েছে পরীক্ষার সময় এই রোবটের সাথে একজন কর্মী থাকবেন। তবে কীভাবে এই রোবট কাজ করবে তা জানায়নি Amazon।
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
ইতিমধ্যেই একাধিক কোম্পানি বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এই ধরনের রোবট দিয়ে পরীক্ষামুলকভাবে খাবার ডেলিভারি করছে।
Amazon জানিয়েছে স্কাউট নামের এই রোবট ফুটপাথে পথচারি বা কুকুরকে ধাক্কা মারবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন